বর্ধমান, 25 ডিসেম্বর : বর্ধমান পৌরসভার অডিট রিপোর্টে 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ (Burdwan Municipality Corruption allegation) ৷ বর্ধমান পৌরসভা এলাকায় বেশ কিছু বহুতল নির্মাণ করা হয়েছে ৷ অভিযোগ উঠেছিল সেই বহুতলগুলির নির্মাণে কোটি কোটি টাকার আর্থিক কেলেঙ্কারি করা হয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতে রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেলকে দিয়ে অডিট করানো হয় ৷ সেই অডিট রিপোর্ট প্রকাশ্যে আসতেই 23 কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে (Corruption Charges Against Burdwan Municipality) ৷
বর্ধমান পৌরসভা সূত্রে খবর, রাজ্যের প্রিন্সিপাল অ্যাকাউন্টেন্ট জেনারেল বর্ধমান পৌরসভা নিয়ে দু’টি অডিট রিপোর্ট পেশ করেছে (Burdwan Municipality Audit Report by Principal Accountant General) ৷ বর্ধমান পৌরসভার শপিং কমপ্লেক্স ও আবাসন তৈরি সংক্রান্ত ওই অডিট রিপোর্টে 23 কোটি টাকার কেলেঙ্কারি ধরা পড়েছে (23 crore Rupees Corruption in Burdwan Municipality) ৷ এছাড়া আরও একটা রিপোর্ট সামেন এসেছে ৷ 2018 সালের ওই রিপোর্টে দেখা গিয়েছে, 41.39 লক্ষ টাকার বিনিময়ে বর্ধমান পৌরসভা বেআইনিভাবে 10টি বহুতল নির্মাণের জন্য ছাড়পত্র দিয়েছিল ৷
আরও পড়ুন : Burdwan Municipality: খোঁজ মিলল বর্ধমান পৌরসভার হারিয়ে যাওয়া 4টি রোড রোলারের, নবান্নে রিপোর্ট জমা