পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পূর্ব বর্ধমানে ফের কোরোনায় আক্রান্ত 19 জন - কনটেইনমেন্ট জোন

পূর্ব বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় 19 জন কোন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে 18 জনের তালিকা জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছেছে। পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে জেলায় আসার পর তাদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা পরীক্ষা থেকে 19 জনের পজিটিভ রিপোর্ট জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছেছে। এরমধ্যে কেতুগ্রাম 1 নম্বর ব্লকের একজন, কেতুগ্রাম 2 নম্বর ব্লকে একজন, কালনা ব্লকে তিনজন , মেমারি 2 ব্লকে দুজন, কাটোয়া 2 তিনজন ,মঙ্গলকোটে দুজন, জামালপুরে একজন, রায়না 2 ব্লকে একজন, বর্ধমান 1 ব্লকে দুজন, মন্তেশ্বরে দুজন আক্রান্ত হয়েছেন।

19 people infected with corona in burdwan district
বর্ধমানে কোরোনা আক্রান্ত

By

Published : May 30, 2020, 10:10 PM IST

বর্ধমান, 30 মে : পূর্ব বর্ধমান জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত হলেন 19 জন।জেলা প্রশাসন সূত্রে খবর, নতুন করে যাঁরা কোরোনায় আক্রান্ত হয়েছেন তারা সকলেই পরিযায়ী শ্রমিক। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এলাকা গুলিকে চিহ্নিত করে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে পূর্ব বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় 19 জন কোন আক্রান্ত হয়েছেন। এরমধ্যে 18 জনের তালিকা জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছেছে। পরিযায়ী শ্রমিকেরা ভিন রাজ্য থেকে জেলায় আসার পর তাঁদের পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেই নমুনা পরীক্ষা থেকে 19 জনের পজিটিভ রিপোর্ট জেলা প্রশাসনের হাতে এসে পৌঁছেছে। এর মধ্যে কেতুগ্রাম 1 নম্বর ব্লকের একজন, কেতুগ্রাম 2 নম্বর ব্লকে একজন, কালনা ব্লকে তিনজন, মেমারি 2 ব্লকে দুজন, কাটোয়া 2 তিনজন ,মঙ্গলকোটে দুজন, জামালপুরে একজন, রায়না 2 ব্লকে একজন, বর্ধমান 1 ব্লকে দুজন, মন্তেশ্বরে দুজন আক্রান্ত হয়েছেন।

জেলাশাসক বিজয় ভারতী বলেন, “জেলায় 19 জন নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছে। তবে আমার হাতে এখনো পর্যন্ত 18 জনের তালিকা এসে পৌঁছেছে। আক্রান্তরা সকলেই পরিযায়ী শ্রমিক। এলাকাগুলিতে কনটেইনমেন্ট জোন করা হবে। রাজ্যের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেইমতো কনটেইনমেন্ট জোন করা হচ্ছে। এছাড়া 31 তারিখের পরে কনটেইনমেন্ট জোনের এলাকার মাপের পরিবর্তন করা হবে।”

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন ," প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন এলাকায় কোয়ারানটিন সেন্টার করা হচ্ছে।মানুষের কিছু ভুল ধারণা রয়েছে। সেগুলোর ব্যাপারে কথা বলা হচ্ছে। কিছু কিছু জায়গায় ছোটোখাটো বিষয় নিয়ে সমস্যা হলেও সেগুলো মিটিয়ে ফেলা হয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details