পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পূর্ব বর্ধমানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 107

আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বেড়েছে কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা । পূর্ব বর্ধমান জেলায় এখন মোট কন্টেনমেন্ট জ়োন রয়েছে 77টি । বাফার জ়োনের সংখ্যা 77।

bwn
bwn

By

Published : Jun 2, 2020, 10:31 PM IST

Updated : Jun 2, 2020, 10:40 PM IST

বর্ধমান, 2 জুন : পূর্ব বর্ধমান জেলায় গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন আরও ন'জন । এনিয়ে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 107। তাঁদের মধ্যে 39 জনের চিকিৎসা চলছে । এখন পর্যন্ত 68 জন সুস্থ হয়েছেন ৷

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আজ যে ন'জন কোরোনায় আক্রান্ত হয়েছেন, তাঁদের মধ্যে একজন জামালপুরের বাসিন্দা ৷ তিনজন মেমারি 1 ব্লকের ৷ কেতুগ্রাম 1 ব্লক থেকে দু'জন ও কেতুগ্রাম 2 ব্লকে একজন কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে ৷ সেই সঙ্গে কাটোয়া পৌরসভা এলাকার একজন ও কাটোয়া 1 ব্লকের একজন কোরোনায় আক্রান্ত হয়েছেন।

ইতিমধ্যে ওই সব এলাকাকে কন্টেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। আজ স্বাস্থ্য়বিভাগ জানিয়েছে, জেলায় মোট 2 হাজার 673 জনকে কোয়ারানটিন সেন্টারে রাখা হয়েছে । হোম কোয়ারানটিনে আছেন 29 হাজার 777 জন । এখনও পর্যন্ত জেলায় মহারাষ্ট্র, দিল্লি, গুজরাত ,তামিলনাড়ু, মধ্যপ্রদেশ থেকে ফিরেছেন 2 হাজার 434 জন।

এদিকে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় বেড়েছে কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা । জেলায় এখন মোট কন্টেনমেন্ট জ়োন রয়েছে 77টি । বাফার জ়োনের সংখ্যা 77 । এখনও পর্যন্ত দু'টি জায়গাকে কন্টেনমেন্ট জ়োন থেকে মুক্ত করা হয়েছে । আজ বর্ধমান স্টেশনে ছ'টি শ্রমিক স্পেশাল ট্রেন এসেছে । ফিরেছেন 694 জন শ্রমিক ।

Last Updated : Jun 2, 2020, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details