বহরমপুর, 11 জানুয়ারি : কুপ্রস্তাবে রাজি না হওয়ায় কাজ থেকে বহিস্কারের হুমকির অভিযোগ উঠল । ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল । প্রতিবাদে ধর্নায় বসে মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাভেঞ্জার্স অর্থাৎ কর্মবন্ধু কর্মীরা (Murshidabad Medical College agitation) ।
মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় চারশো জন কর্মবন্ধু পদে চুক্তিভিত্তিক কাজ করেন । এর আগেও কাজ নিয়ে একাধিক অভিযোগ তুলেছেন এই কর্মীরা । অভিযোগ, অনেককেই কাজ করতে দেওয়া হচ্ছে না ৷ তাঁদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবিতে মঙ্গলবার ধর্নায় বসলেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মবন্ধু কর্মীরা । এদিন বেশ কয়েকজন কর্মবন্ধু হাসপাতালের ভিতরেই ধর্নায় বসেন ।