বহরমপুর, 5 মার্চ : সুদীপ জৈন থাকলে তৃণমুলের ভোট-লুট, কারচুপি বাধাপ্রাপ্ত হতে পারে । তাই সুদীপ জৈনকে সরানোর কথা বলছে তৃণমূল । বহরমপুরে সাংবাদিক বৈঠক এভাবেই তৃণমূলকে নিশানা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী । তিনি আরও বলেন, উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে কংগ্রেসের কোনও অভিযোগ নেই ।
সুদীপ জৈনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে তৃণমূল ৷ তাঁকে সরানোর দাবি তুলেছে রাজ্যের শাসক দল । সেই প্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠকে অধীর চৌধুরী বলেন, "হয়তো সুদীপ জৈন এমন পদক্ষেপ নিতে চলেছেন যাতে তৃণমূলের ভোট-লুটে সমস্যা হতে পারে । তাই তাঁকে সরানোর কথা বলা হচ্ছে । তাঁর বিরুদ্ধে অভিযোগের স্তুপ তৈরি করা হচ্ছে । তৃণমূল যখনই মনে করবে ভোট-লুটে সমস্যা হবে, কারচুপি বাধাপ্রাপ্ত হতে পারে তখনই ক্ষোভ, বিক্ষোভ, আক্রোশ ব্যক্ত করে ।"