বহরমপুর, 20 নভেম্বর : আজ জেলায় আসছেন রাজ্যের সাংবিধানিক ও প্রশাসনিক দুই প্রধান ৷ দুই প্রধানের সভা ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চাপানউতোর ৷ তৃণমূল কংগ্রেসের দাবি, রাজনৈতিক চক্রান্ত করেই রাজ্যপালের সভার দিনক্ষণ ঠিক করা হয়েছে মুখ্যমন্ত্রীর জেলা সফরের দিন । অপরদিকে রাজ্যপালের সভার আয়োজক তথা বিরোধীদের দাবি, রাজ্যপালের সফরসূচি অনেক আগেই ঠিক করা হয়েছিল । মুখ্যমন্ত্রীর সফরসূচি পরিবর্তিত হয়েছে ৷ পাশাপাশি একই দিনে দুই VVIP-কে নিরাপত্তা দিতে গিয়ে চরম বিপাকে পড়েছে জেলা পুলিশ । জেলা পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন, অন্য জেলা থেকে অতিরিক্ত বাহিনী এনে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে ৷
আজ জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মালদা থেকে তিনি মুর্শিদাবাদে আসছেন । বেলা 1টা নাগাদ 34 নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাগরদিঘি ব্লকের মাঠে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন । সেখান থেকে হেলিকপ্টারে বহরমপুর আসবেন ৷ রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন । মুখ্যমন্ত্রীর জেলা সফর ঘিরে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে ।