বহরমপুর, 25 নভেম্বর : দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে অধিকারের দাবিতে স্বামীর স্কুলের সামনে ধর্নায় বসলেন স্ত্রী । শিশু সন্তান-সহ স্ত্রীকে না নেওয়ার অভিযোগে এক হাইস্কুল শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ শুরু করলেন এলাকার লোকজন । উত্তেজিত জনতা পেটাল ওই শিক্ষককে (Teacher beaten up in Berhampore) । দীপক কুমার দাস নামে ওই শিক্ষককে পুলিশ আটক করেছে । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কালীতলা দিয়ার এলাকায় ।
টুম্পা ঘোষের অভিযোগ, আড়াই বছর আগে তাঁকে তিন মাসের গর্ভবতী অবস্থায় ডাক্তার দেখানোর নাম করে বাবার বাড়িতে রেখে চলে যান তাঁর স্বামী দীপক দাস । তারপর আর কোনও খোঁজ নেননি ৷ বারবার যোগাযোগ করলেও তাঁকে ফিরিয়ে দিয়েছেন । টুম্পার অভিযোগ, তাঁর স্বামীর প্রথম স্ত্রী আত্মহত্যা করার পর তিনি তাঁকে বিয়ে করেন । এরপর তাঁদের একটি পুত্র সন্তান জন্মায় ৷ কিন্তু সন্তান-সহ তাঁকে স্বামীর ঘরে ঢুকতে দেন না তাঁর স্বামী । তাছাড়া নিজের বাড়িতে এক ভাড়াটিয়া মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ তুলেছেন টুম্পা । প্রতিবাদ করায় অশান্তি শুরু করে তাঁকে ঘরে নিতে অস্বীকার করেন স্কুল শিক্ষক স্বামী । সে কারণেই বাধ্য হয়ে তিনি স্বামীর স্কুলের সামনে ধর্না দিতে শুরু করেন ।