পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নেত্রীদের হাতাহাতি, গোষ্ঠী সংঘর্ষে উত্তাল বহরমপুর BJP-র সদর কার্যালয় - today news on internal clash in BJP

BJP-র মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে ৷ বহরমপুরে BJP-র সদর কার্যালয়ের সামনে দুই মহিলা নেত্রীর মধ্যে হাতাহাতি ৷ ঘটনায় দু'পক্ষই রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছে ৷

BJP-র গোষ্ঠী সংঘর্ষ, internal clash of BJP at Berhampore in Murshidabad
BJP-র গোষ্ঠী সংঘর্ষ

By

Published : Nov 27, 2019, 9:39 PM IST

Updated : Nov 27, 2019, 10:51 PM IST

বহরমপুর, 27 নভেম্বর : BJP-র দুই গোষ্ঠীর মধ্যে বচসা, হাতাহাতি ৷ মুর্শিদাবাদের বহরমপুরে BJP-র সদর দপ্তরের ঘটনা ৷ BJP-র মুর্শিদাবাদ দক্ষিণ জেলা সভাপতি নির্বাচনের আগে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসায় রীতিমতো অস্বস্তিতে জেলা নেতৃত্ব ৷ ঘটনায় দু'পক্ষই রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপ দাবি করেছে ৷

আজ রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে পরবর্তী জেলা সভাপতি নির্বাচনের তোড়জোড় চলছিল ৷ মণ্ডল কমিটির সভাপতি ও JDP-র প্রতিনিধিদের কাছে মতামত গ্রহণ পর্ব চলছিল । এরমধ্যেই একাংশের অভিযোগ, প্রতিনিধিদের অন্ধকারে রেখেই তাদের ডি ফর্মে সই করিয়ে নেওয়া হয়েছে । যেটা দলের কাছে অসাংবিধানিক ৷

বিকেলে মণ্ডল কমিটির সভাপতি সহ কার্যকর্তাদের নিয়ে মিছিল হওয়ার কথা ছিল ৷ কিন্তু মিছিলের আগেই দুই মহিলা কর্মকর্তার মধ্যে বচসা বাধে ৷ শুরু হয় বচসা । পরে তা চরম আকার নেয় । টাকার বিনিময়ে মণ্ডল কমিটির সভাপতি নির্বাচন করা হয়েছে বলেও অভিযোগ ওঠে । গোষ্ঠী সংঘর্ষে রীতিমতো অস্বস্তিতে পরে জেলা নেতৃত্ব ।

বহরমপুর সদর মণ্ডল সভাপতি অনামিকা ঘোষ অভিযোগ করেন, " জেলা সম্পাদিকা বাণী গাঙ্গুলি দীর্ঘদিন ধরে ফেসবুকে আমার নামে অপপ্রচার চালাচ্ছেন ৷ তার প্রমাণ রয়েছে ৷ আমি বসেছিলাম ৷ আমার গায়ে ব্যাগ দিয়ে ধাক্কা মারছিলেন বার বার ৷ এরপর তাঁর স্বামীও আমাকে মারতে আসেন ৷ " ঘটনার রিপোর্ট পাঠানো হয়েছে রাজ্য নেতৃত্বের কাছে ৷

Last Updated : Nov 27, 2019, 10:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details