বহরমপুর, 30 অগাস্ট : যুবতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী-সহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে ৷ মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি ঠাকুরপাড়ার ঘটনা ৷ গ্রেপ্তার স্বামী ৷
সন্দেহের বশে যুবতিকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী - husband allegedly murder wife in Murshidabad
সন্দেহের বশে যুবতিকে খুনের অভিযোগ ৷ মুর্শিদাবাদের বহরমপুরের ভাকুড়ি ঠাকুরপাড়ার ঘটনা ৷ গ্রেপ্তার স্বামী ৷
তমা সরকার (30) ৷ বাড়ি জলঙ্গি ৷ বছর দশেক আগে বিয়ে হয়েছিল মনোজ ভাস্করের সঙ্গে ৷ অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে সন্দেহ করতেন ৷ কারও সঙ্গে মিশতে দিতেন না ৷ তমার মা অনিতা সরকারের অভিযোগ, শারীরিক নির্যাতন করা হত তাঁর মেয়ের উপর ৷ গতরাত 1টা নাগাদ মনোজ ফোন করে জানান তমা আত্মহত্যা করেছে ৷ কিন্তু তিনি অভিযোগ করেছেন, খুন করেই তমাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ৷
বহরমপুর থানায় মনোজ-সহ 6 জনের নামে খুনের অভিযোগ দায়ের করেছিল তমার পরিবার ৷ মনোজকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷