বেলডাঙা, 8 ফেব্রুয়ারি : বস্তাবন্দী অবস্থায় উদ্ধার যুবকের মৃতদেহ । গতকাল এই মৃতদেহ উদ্ধার হয় । কল্যাণী থানার পুলিশ প্রাথমিক তদন্ত করে জানতে পারে মৃতের নাম আবুল কালাম আজাদ । বেলডাঙার পাওয়ার হাউজ় পাড়ার বাসিন্দা । সেই মতো বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।
মৃত যুবকের পরিবারের অভিযোগ, আবুলকে খুন করেছে তার বিবির বাড়ির লোকজন । এই মর্মে বেলডাঙা থানায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশের তরফে জানা গেছে, বিবি সালমা, মামা সিরাজুল, পরিবারের আরও দুই সদস্য সিম্পল ও মহব্বতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে । তবে অভিযুক্তরা পলাতক ।