বহরমপুর, 29 অক্টোবর : মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) একফলায় বিঁধে আক্রমণ অধীরের চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) ৷ লোকসভার কংগ্রেস নেতা আগেই অভিযোগ তুলেছিলেন, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় টাকার বস্তা নিয়ে গিয়েছেন বিধায়ক কিনতে । আজ সাংবাদিক বৈঠকে প্রশান্ত কিশোর ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একফলায় বিঁধে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।
প্রশান্ত কিশোরকে তৃণমূল কংগ্রেসের মার্কেটিং ম্যানাজার, মেন্টর বলে তীব্র আক্রমণ করলেন অধীর ৷ গতকাল প্রশান্ত কিশোর সাংবাদিক বৈঠকে বলেছিলেন, "বিজিপি এখনও কয়েক দশক থাকছে । এই কথাটা রাহুল গান্ধি কিছুতেই বুঝতে চাইছেন না ।" তার প্রতিক্রিয়ায় এদিন বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক ডেকে তার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীর বলেন, "আপনার মার্কেটিং ম্যানাজারকে গোয়ায় পাঠিয়েছিলেন বিধায়ক কিনতে । কিন্তু উনি বিধায়ক কেনাবেচা করতে পারেননি । তাই আপনার ঝুলিতে এখনও কিছুই আসেনি ।"