পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Adhir Ranjan Chowdhury : পিকে-মমতাকে একফলায় বিঁধে আক্রমণ অধীরের

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গোয়ায় গিয়েছেন বিধায়ক কিনতে এবং তাঁকে সাহায্য় করছেন তাঁর উপদেষ্টা প্রশান্ত কিশোর (Prashant Kishor) ৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এমনই অভিযোগ আনলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

By

Published : Oct 29, 2021, 5:04 PM IST

বহরমপুর, 29 অক্টোবর : মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রশান্ত কিশোরকে (Prashant Kishor) একফলায় বিঁধে আক্রমণ অধীরের চৌধুরীর (Adhir Ranjan Chowdhury) ৷ লোকসভার কংগ্রেস নেতা আগেই অভিযোগ তুলেছিলেন, গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় টাকার বস্তা নিয়ে গিয়েছেন বিধায়ক কিনতে । আজ সাংবাদিক বৈঠকে প্রশান্ত কিশোর ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একফলায় বিঁধে আক্রমণ শানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি ।

প্রশান্ত কিশোরকে তৃণমূল কংগ্রেসের মার্কেটিং ম্যানাজার, মেন্টর বলে তীব্র আক্রমণ করলেন অধীর ৷ গতকাল প্রশান্ত কিশোর সাংবাদিক বৈঠকে বলেছিলেন, "বিজিপি এখনও কয়েক দশক থাকছে । এই কথাটা রাহুল গান্ধি কিছুতেই বুঝতে চাইছেন না ।" তার প্রতিক্রিয়ায় এদিন বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক ডেকে তার জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অধীর বলেন, "আপনার মার্কেটিং ম্যানাজারকে গোয়ায় পাঠিয়েছিলেন বিধায়ক কিনতে । কিন্তু উনি বিধায়ক কেনাবেচা করতে পারেননি । তাই আপনার ঝুলিতে এখনও কিছুই আসেনি ।"

বহরমপুরে জেলা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে অধীর বললেন, গোয়ায় তৃণমূল ব্যর্থ

তিনি আরও বলেন, "আপনি যে বিজেপির দালালি করছেন তা ভারতবর্ষের সবাই জানে । আপনার মেন্টর, মার্কেটিং ম্যানাজার প্রশান্ত কিশোর নিজেই বলেছেন বিজেপি শুধু থাকছে নয়, আরও কয়েক দশক থাকছে । তাঁকে দিয়ে আপনি বলিয়েছেন । কিন্তু নিজে কোনও প্রতিবাদ করেননি । কারণ বিজেপির আপনাকে সুপারি দিয়েছে ৷ প্রশান্ত কিশোর কখনও মোদির খায়, কখনও দিদির খায় । উদ্দেশ্যে একটাই, কংগ্রেসকে খতম করতে হবে । কংগ্রেস দুর্বল হলে বিজেপি শক্তশালী হবে । আপনি সেই কাজটাই করছেন । গোয়ায় ব্যর্থ হয়ে এখন উলটো সুর গাইছেন ।"

আরও পড়ুন : leander Paes joins TMC : লিয়েন্ডারকে দলে টেনে গোয়া সফরে বড় চমক মমতার

ABOUT THE AUTHOR

...view details