পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

নাগরিকপঞ্জি নিয়ে অসমে BJP সরকার ল্যাজেগোবরে : অধীর - Congrees attacks BJP on NRC issue

NRC ইশুতে আজ কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷

অধীররঞ্জন চৌধুরি

By

Published : Sep 10, 2019, 5:35 PM IST

Updated : Sep 10, 2019, 11:47 PM IST

বহরমপুর, 10 সেপ্টেম্বর : NRC ইশুতে "রাজ্যসহ মুর্শিদাবাদের মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে ৷" আজ এই অভিযোগ করেন লোকসভার কংগ্রেস দলনেতা অধীররঞ্জন চৌধুরি ৷ বহরমপুরে দলীয় কার্যালয়ে বসে NRC ইশুতে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন তিনি ৷

অধীর বলেন,"NRC অসমকেন্দ্রীক ৷ তালিকা তৈরি করতে গিয়ে অসমে BJP সরকারের ল্যাজেগোবরে অবস্থা হয়েছে ৷" তিনি প্রশ্ন তুলেছেন, "অসমে যাঁদের বিদেশি বলে চিহ্নিত করা হয়েছে বা হবে, তাঁদের নিয়ে কী করবে এই সরকার ? কারণ ক'দিন আগে বাংলাদেশ গিয়েছিলেন বিদেশমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ৷ তাঁরা গিয়ে বাংলাদেশ সরকারকে জানিয়ে এসেছেন , NRC দেশের আভ্যন্তরীণ ব্যপার ৷ বিদেশি চিহ্নিত করে ভারত থেকে কাউকে বাংলাদেশে পাঠানো হবে না ৷ তাই-ই যদি হয় তাহলে বিদেশি চিহ্নিত করার পর তাঁদের কোথায় নিয়ে যাওয়া হবে ? জেলে ঢোকানো হবে ? নাকি ডিটেনশন ক্যাম্পে ? কী করা হবে? এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনও স্পষ্ট নীতি নেই ৷ "

ভিডিয়োয় শুনুন বক্তব্য...

উল্লেখ্য, প্রায় সাড়ে 11 লাখ হিন্দু সহ মোট 19 লাখ লোকের নাম অসমে NRC থেকে বাদ পড়েছে । অধীর বলেন, "সরকার এসব আতঙ্ক ছড়াতে, সাম্প্রদায়িক বিভাজন তৈরির জন্য করছে ৷ অসমে নাগরিকপঞ্জি তালিকায় কারগিল সীমান্তে যাঁরা লড়াই করেছেন তাঁদের নাম নেই ৷ চন্দ্রযান অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী জিতেন্দ্রনাথ গোস্বামীর নাম তালিকা থেকে বাদ পড়েছে ৷ দেশের প্রাক্তন রাষ্ট্রপতির পরিবারও NRC তালিকা থেকে বাদ পড়ে এখন বিদেশি ৷ "

Last Updated : Sep 10, 2019, 11:47 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details