পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পোস্টারে অধীর-সিদ্দিকুল্লার ছবি ঘিরে রাজনৈতিক জল্পনা - Adhir Chowdhury and Siddiqullah chowdhury

একই পোস্টারে অধীর চৌধুরির সঙ্গে রাজ্যের গ্ৰন্থাগারমন্ত্রী ও তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরির ছবি ৷ এই পোস্টার নিয়ে জল্পনা বাড়ছে ৷

poster controvercy
পোস্টারে অধীর চৌধুরি ও সিদ্দিকুল্লা

By

Published : Dec 28, 2020, 10:13 PM IST

মঙ্গলকোট, 28 ডিসেম্বর : রাজ্যের গ্ৰন্থাগারমন্ত্রী ও তৃণমূল নেতা সিদ্দিকুল্লা চৌধুরি এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির ছবি পাশাপাশি দিয়ে পোস্টার পড়ল মঙ্গলকোটে। পোস্টারে লেখা আছে, 'আমরা দুই দাদার অনুগামী। অধীর চৌধুরি এবং সিদ্দিকুল্লা চৌধুরিকে আমরা একসঙ্গে দেখতে চাই। সৌজন্যে মঙ্গলকোট অঞ্চল কংগ্রেস।' পোস্টারের মাঝে কংগ্রেসের প্রতীক হাত চিহ্ন দেওয়া।


মঙ্গলকোট এলাকায় এই পোস্টার দেখা যেতেই গুঞ্জন ছড়িয়েছে, তাহলে কি সিদ্দিকুল্লা চৌধুরি তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দিতে চলেছেন ? বিষয়টি নিয়ে সিদ্দিকুল্লা চৌধুরি বলেন, "এই ধরনের পোস্টার দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। নাম না করে তাঁর দলেরই কেউ কেউ এই ঘটনায় যুক্ত বলে ইঙ্গিত দেন তিনি।

আরও পড়ুন :সঞ্জয় কুজুরের তৃণমূলে যোগদান ঘিরে বিতর্ক

কিছুদিন আগে বর্ধমানে এসে নিজের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়েছিলেন সিদ্দিকুল্লা চৌধুরি। প্রকাশ্যেই তিনি দলের একাংশের কাজকর্ম নিয়ে তোপ দাগেন। এর পরেও মঙ্গলকোট এলাকায় তৃণমূলের পৃথক কর্মসূচি করতে দেখা যায় সিদ্দিকুল্লা চৌধুরিকে। এদিন তিনি বলেন," এই কাজ কংগ্রেস বা সিপিআই(এম)-র কেউ করবে বলে মনে হয় না। কারা এই কাজ করেছে তা জানি। তবে কারও নাম বলতে রাজি নই।"

ABOUT THE AUTHOR

...view details