হরিহরপাড়া, 26 এপ্রিল : পিকআপ ভ্যানের ধাক্কায় মুর্শিদাবাদে মৃত দুই । মৃতদের নাম সুবতন বিবি (55) ও সিদ্দিক শেখ । হরিহর পাড়া থানা এলাকার ঘটনা । পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ।
মৃতা সুবতন বিবি চুয়া নতুন পাড়া বাজার এলাকার বাসিন্দা এবং সিদ্দিক শেখ নাজির পুর এলাকায় বাস করতেন । আজ সকালে পিকআপ ভ্যানটি আমতলার দিকে যাচ্ছিল । সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে গাছের সঙ্গে ধাক্কা লাগে সেটির । তারপর রাস্তায় হেঁটে যাওয়া সুবতন বিবিকে ধাক্কা দেয় ভ্যানটি । তিনি সেখানেই মারা যান ।