আসানসোল,15 মার্চ : আত্মহত্যা করলেন এক তরুণ প্রতিভাবান গায়ক ৷ ঘটনাটি ঘটে আসানসোলে ৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় (Asansol news) ৷
মৃত যুবকের নাম বিশ্বজিৎ মন্ডল(২৭) ৷ বাড়ি হীরাপুর থানার অন্তর্গত বরফকল রহমতনগর এলাকায় । সোমবার বিকেলে নিজের বাড়িতেই ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায় বিশ্বজিতের ৷ এরপর হীরাপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আসানসোল জেলা হাসপাতালে । মঙ্গলবার দুপুরে ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ।
অল্প বয়সেই গিটার বাজিয়ে গান গেয়ে মন জয়ে করে নিয়েছিলেন বিশ্বজিৎ মণ্ডল । তিনি নিজেই গান লিখতেন, সুর করতেন । পাশাপাশি একটি ওষুধ কোম্পানির মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ হিসেবেও কাজ করতেন ।