আসানসোল, 11 জুন : শ্বশুরবাড়ি থেকে উদ্ধার যুবতী ঝুলন্ত দেহ । সালানপুর থানার রূপনারায়ণপুর এলাকার ঘটনা । মৃতের নাম শম্পা ঘটক (২৯) । গতকাল রাতে ওই যুবতীর দেহ উদ্ধার হয় । মৃতের বাপের বাড়ির লোকেদের অভিযোগ, খুন করা হয়েছে তাঁঁদের মেয়েকে । ঘটনায় সালানপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে । ময়নাতদন্তের পর ওই মহিলার দেহ তাঁঁর বাপের বাড়ির লোকেদের হাতে তুলে দেওয়া হয় । ঘটনার পর থেকে মহিলার স্বামী পলাতক ।
চিত্তরঞ্জনের বাসিন্দা বিশ্বনাথ চক্রবর্তীর শম্পার সঙ্গে রূপনারায়ণপুরের সৌমেন ঘটকের বিয়ে হয়েছিল । তিন বছর আগে প্রেম করে বিয়ে হয় তাঁঁদের । তাদের এক বছরের সন্তান আছে । শম্পার বাবা বিশ্বনাথ চক্রবর্তীর অভিযোগ, “বিয়ের পর থেকে টাকার জন্য মেয়ের শ্বশুরবাড়ির লোকজন অশান্তি করত । স্বামী এবং শ্বশুরবাড়ির লোকেরা মেয়ের উপর অত্যাচার অত্যাচার করত ।” তিনি আরও বলেন, “আমি সব সময় ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করতাম । আমার অবসরের পর মেয়েকে আমার কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়ে যাওয়ার জন্য চাপ দিত জামাই । জামাইয়ের একটি এডুকেশনাল ইনস্টিটিউশন ছিল । সেটা নতুন করে তৈরি করতে ওই পাঁচ লাখ টাকা প্রয়োজন বলে জানায় । কিন্তু আমি ওই টাকা দিতে পারিনি ।”