পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভাঙা পায়ে খেলা হবে, বিজেপিকে চ্যালেঞ্জ জানিয়ে দেওয়াল লিখন তৃণমূলের - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

জামুড়িয়ায় তৃণমূলের ভোট প্রচারের দেওয়াল লিখনে মমতার ভাঙা পায়ের কার্টুন ৷ আর সেখানে লেখা ‘‘ভাঙা পায়ে খেলা হবে ৷’’ সেই সঙ্গে মিঠুন চক্রবর্তী ও নরেন্দ্র মোদির কার্টুনও জায়গা পেয়েছে দেওয়াল লিখনে ৷

west bengal assembly election 2021 bhanga paye khela hobe message of tmcs writing on the wall in jamuria asansol
তৃণমূলের দেওয়াল লিখনে মমতার ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’

By

Published : Mar 13, 2021, 10:57 PM IST

জামুরিয়া (আসানসোল) ,13 মার্চ : ভোট প্রচারে এবার তৃণমূলের হাতিয়ার দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পা ৷ যেখানে আসানসোলের জামুড়িয়ায় প্রতিপক্ষ বিজেপি এবং সিপিআইএম-কে দেওয়াল লিখনের মাধ্যমে অভিনব বার্তা তৃণমূলের ৷ লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ে ফুটবল এবং সঙ্গে লেখা ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’ ৷ তেমনি দেওয়াল লিখনে ফুটে উঠেছে মিঠুন চক্রবর্তী এবং নরেন্দ্র মোদির কার্টুন ৷

মুখ্যমন্ত্রীর পা ভাঙার পর তৃণমূলের প্রচার কর্মসূচি অনেকটাই ধাক্কা খেয়েছে ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাঙা পা-কেই ভোটের লড়াইয়ে হাতিয়ার করেছে তৃণমূল ৷ দেওয়াল লিখনে ফুটিয়ে তোলা হল মমতার ভাঙা পা-কে ৷ আর তৃণমূল নেত্রীর ভাঙা পায়ে ফুটবলের ছবি ৷ সেই সঙ্গে প্রতিপক্ষকে বার্তা ‘‘ভাঙা পায়ে খেলা হবে ৷’’ সেই সঙ্গে দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তীর নাম করে লেখা- ‘‘দিলীপ-সুজন আসছো কবে ? ভাঙা পায়ে খেলা হবে ৷’’

আরও পড়ুন : ঐশীর নামে দেওয়াল লিখন শুরু জামুড়িয়ায়

টুম্পা সোনা গানে মিঠুন ও মোদির কার্টুন

তবে, শুধুই দিলীপ বা সুজন না ৷ মিঠুন চক্রবর্তীকেও আক্রমণ করা হয়েছে দেওয়াল লিখনে ৷ কার্টুনে টুম্পা সোনা গানের লাইন তুলে মিঠুনকে নিশানা করা হয়েছে ৷ সেখানে লেখা হয়েছে, ‘‘সব স্বপ্ন হবে সত্যি, বলছে - মিঠুন চক্রবর্তী ৷’’ পাশে নরেন্দ্র মোদির কার্টুন ৷ আর মোদির মুখ দিয়ে বলানো হচ্ছে- ‘‘মিঠুন দা নাচুন না ৷’’ আর এই কার্টুন দেওয়াল লিখন নজর কেড়েছে সবার ৷ যা নির্বাচনী প্রচারে অন্যমাত্রা যোগ করেছে জামুড়িয়া কেন্দ্রে ৷ প্রসঙ্গত, জামুড়িয়া থেকে সিপিআইএমের প্রার্থী হয়েছেন জেএনইউ-র সভাপতি ঐশী ঘোষ ৷ আর তাঁর প্রতিপক্ষ আসানসোল কলিয়ারির শ্রমিক নেতা হরেরাম সিং ৷

তৃণমূলের দেওয়াল লিখনে মমতার ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’

ABOUT THE AUTHOR

...view details