জামুরিয়া (আসানসোল) ,13 মার্চ : ভোট প্রচারে এবার তৃণমূলের হাতিয়ার দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পা ৷ যেখানে আসানসোলের জামুড়িয়ায় প্রতিপক্ষ বিজেপি এবং সিপিআইএম-কে দেওয়াল লিখনের মাধ্যমে অভিনব বার্তা তৃণমূলের ৷ লেখা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাঙা পায়ে ফুটবল এবং সঙ্গে লেখা ‘‘ভাঙা পায়ে খেলা হবে’’ ৷ তেমনি দেওয়াল লিখনে ফুটে উঠেছে মিঠুন চক্রবর্তী এবং নরেন্দ্র মোদির কার্টুন ৷
মুখ্যমন্ত্রীর পা ভাঙার পর তৃণমূলের প্রচার কর্মসূচি অনেকটাই ধাক্কা খেয়েছে ৷ তবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ভাঙা পা-কেই ভোটের লড়াইয়ে হাতিয়ার করেছে তৃণমূল ৷ দেওয়াল লিখনে ফুটিয়ে তোলা হল মমতার ভাঙা পা-কে ৷ আর তৃণমূল নেত্রীর ভাঙা পায়ে ফুটবলের ছবি ৷ সেই সঙ্গে প্রতিপক্ষকে বার্তা ‘‘ভাঙা পায়ে খেলা হবে ৷’’ সেই সঙ্গে দিলীপ ঘোষ এবং সুজন চক্রবর্তীর নাম করে লেখা- ‘‘দিলীপ-সুজন আসছো কবে ? ভাঙা পায়ে খেলা হবে ৷’’