দুর্গাপুর, 17 অগাস্ট: লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরেই আমজনতার অভিযোগ শুনলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি ৷ নিজের বিধানসভা অঞ্চলের অন্তর্গত কালীগঞ্জ গ্রামের গুণধর মুর্মুর বাড়িতে রাত্রিযাপন করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ বিধায়ককে কাছে পেয়ে নিজেদের সমস্যা, অভিযোগ জানাতে পেরে খুশি এলাকার লোকজন ৷
তৃণমূল নেত্রীর নির্দেশ পেয়ে জনপ্রতিনিধিরা এখন ব্যাস্ত জনসংযোগে ৷ পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারি "দিদিকে বলো" কর্মসূচিকে সার্থক করতে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের অভাব-অভিযোগের কথা শুনলেন ৷ গতরাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার কালীগঞ্জ গ্রামের আদিবাসী সম্প্রদায়ভুক্ত গুণধর মুর্মুর বাড়িতে রাত্রিযাপন করলেন ৷ বিধায়কের সঙ্গে ছিলেন দুর্গাপুর-ফরিদপুর ব্লকের TMC-র সভাপতি সুজিত মুখোপাধ্যায় ৷ গতকাল রাত থেকেই এলাকা মানুষের অভাব-অভিযোগের কথা শোনেন বিধায়ক ৷