আসানসোল, 1 জানুয়ারি : বিজেপির তরফে তাঁকে আসানসোল পৌরনিগমের ভোটে (Asansol Municipality Election) প্রার্থী করা হয়েছে ৷ কিন্তু, ওয়ার্ড পছন্দ হয়নি বিজেপির আসানসোল উত্তর মণ্ডল 2’র সভাপতি সুদীপ চৌধুরীর ৷ আর তাই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্দল প্রার্থী হয়ে পছন্দের ওয়ার্ড থেকে ভোটে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেন তিনি (BJP Candidate Not Happy With His Candidature Ward of Asansol Municipality Election) ৷
শুক্রবার আসানসোল পৌরনিগম নির্বাচনের (WB Civic Poll 2022) জন্য বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে ৷ সেই প্রার্থী তালিকায় 47নং ওয়ার্ড থেকে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা সুদীপ চৌধুরী ৷ কিন্তু, বিজেপির আসানসোল উত্তর মণ্ডল 2’র সভাপতি সুদীপ চৌধুরীর সেই ওয়ার্ড পছন্দ হয়নি ৷ অভিযোগ করেছেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে ৷ ওই ওয়ার্ডে দাঁড়ালে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে ৷
পাননি পছন্দের ওয়ার্ড, তাই প্রার্থী হয়েও নির্দলে লড়ার হুঁশিয়ারি বিজেপি নেতার সুদীপ চৌধুরী বলেন, ‘‘আমি 42নং ওয়ার্ডে দাঁড়াতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলাম ৷ এমনকি দলের সম্মতিতেই 42নং ওয়ার্ডের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছিলাম ৷ কিন্তু, গতকাল জানলাম আমাকে 47নং ওয়ার্ডের প্রার্থী করা হয়েছে ৷ ওই ওয়ার্ডে 50 শতাংশ সংখ্যালঘু ভোটার ৷ কখনই জেতা সম্ভব নয় ৷ ইচ্ছাকৃতভাবে ষড়যন্ত্র করে জেলা সভাপতি ও আসানসোল উত্তর বিধানসভার পরাজিত বিজেপি প্রার্থী আমাকে ওই ওয়ার্ডে দাঁড় করিয়েছেন ৷ আমার পরিবর্তে 42নং ওয়ার্ডে এমন একজনকে প্রার্থী করা হয়েছে ৷ যিনি জেলা সভাপতির বাড়িতে কাজ করেন ৷’’
আরও পড়ুন : WB Civic Poll 2022 : চন্দননগরের ভাগাড়ে জমে পাঁচ দশকের আবর্জনা, দুর্গন্ধে জেরবার জনতা
নিজের প্রতি অবিচারের অভিযোগ তুলে সুদীপ চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন ৷ বিজেপির তরফে যদি সিদ্ধান্ত বদল না করা হয় ৷ তবে, তিনি 42নং ওয়ার্ড থেকে ত্রিশুল চিহ্ন নিয়ে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন ৷ যদিও এই বিষয়টি নিয়ে বিজেপির জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে চায়নি ৷