আসানসোল, 24 অগস্ট : ফের আদালতে পেশ করা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ৷ গত 11 অগস্ট তাঁকে গরু পাচার কাণ্ডে গ্রেফতার করেছিল সিবিআই (CBI) ৷ তার পর থেকে তিনি দু’দফায় 14 দিন সিবিআইয়ের হেফাজতে রয়েছেন ৷ এদিন সেই হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে ৷ এবার আসানসোলের বিশেষ সিবিআই আদালত (Asansol Special CBI Court) কী নির্দেশ দেয়, সেই দিকেই তাকিয়ে সকলে ৷
অনুব্রত মণ্ডলকে কলকাতার নিজাম প্যালেসে রেখেছিল সিবিআই ৷ এদিন সকালে সেখান থেকেই তাঁকে নিয়ে যাওয়া হয় আদালতে ৷ বেলা 12টা 50 মিনিট নাগাদ তাঁকে আদালতে পেশ করা হয় ৷ তার পর শুরু হয় সওয়াল জবাব ৷ সিবিআই সূত্রে খবর, তাঁর জেল হেফাজতের আবেদন করা হয়েছে আদালতে ৷ অনুব্রত প্রভাবশালী ৷ সেই কারণে তাঁর জামিনের বিরোধিতা করা হয়েছে ৷
অন্যদিকে আদালতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা জামিনের আবেদন করেছেন ৷ তাঁদের যুক্তি, অনুব্রতর বিরুদ্ধে কোনও প্রমাণ এখনও পায়নি সিবিআই ৷ অনুব্রতকে টার্গেট করেই তদন্ত চলছে ৷ প্রতিহিংসার শিকার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) এই নেতা ৷