পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CLW-র 400 তম রেলইঞ্জিনের যাত্রা শুরু দুই মহিলা লোকো পাইলটের হাত ধরে

চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানার চলতি অর্থবর্ষে উৎপাদিত 400 তম রেলইঞ্জিনের যাত্রা শুরু দু'জন মহিলা লোকো পাইলটের হাত ধরে ৷ নাম সুরুচি কুমারী এবং অনুপ্রিয়া কুমারী । দু'জনেই আসানসোল রেল ডিভিশনে কর্মরত ৷

Chittaranjan Locomotive Works
চিত্তরঞ্জন

By

Published : Mar 5, 2020, 4:49 AM IST

আসানসোল, 5 মার্চ : সামনেই নারী দিবস ৷ আর এই নারী দিবস উপলক্ষে গতকাল চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানায় চলতি অর্থবর্ষে উৎপাদিত 400 তম রেলইঞ্জিনের শুভ সূচনা করলেন দু'জন মহিলা লোকো পাইলট ৷ রেলের মহিলা কর্মীরাই সবুজ পতাকা দেখালেন ৷

কারখানা সূত্রে খবর, ওই দুই মহিলা লোকো পাইলটের নাম সুরুচি কুমারী এবং অনুপ্রিয়া কুমারী । দু'জনেই আসানসোল রেল ডিভিশনে কর্মরত ৷

আসানসোল রেল ডিভিশনের লোকো পাইলট সুরুচি কুমারী এবং অনুপ্রিয়া কুমারী

ইতিমধ্যেই রেলইঞ্জিন উৎপাদনের নিরিখে লিমকা বুক অফ রেকর্ডে নাম তুলে নিয়েছে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা । 2018-19 অর্থবর্ষে 402 টি রেলইঞ্জিন তৈরি হয়েছে এখানে ৷ চলতি আর্থিক বছরে ইতিমধ্য়েই ৪০০ টি ইঞ্জিন বানিয়ে ফেলেছে চিত্তরঞ্জন রেলইঞ্জিন কারখানা । আর গতকাল নারী দিবসের প্রাক্কালে 400 তম রেল ইঞ্জিনটির উদ্বোধন করা হল ৷

সবুজ পতাকা দেখিয়ে ইঞ্জিনের সূচনা করেন কারাখানার প্রবীন মহিলা কর্মী অন্নমা ভার্গিস ৷ উপস্থিত ছিলেন চিত্তরজন রেলইঞ্জিন কারাখানার মহিলা সংগঠনের সদস্য সুনীতা মিশ্রসহ অন্য়ান্য়রা ৷

ABOUT THE AUTHOR

...view details