পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে বাইক নিয়ে ভারত ভ্রমণ - বাইক নিয়ে ভারত ভ্রমণ

একা বাইক নিয়ে প্রায় গোটা দেশ চষে ফেলছেন তিনি । সিয়াচেন বেস ক্যাম্প টহল থেকে শুরু করে পৃথিবীর উচ্চতম যান চলাচলের রুট খারদুংলা । পাকিস্তান সীমান্ত থেকে ২.2 কিলোমিটার দূরে বালুচিস্তানও অধরা নেই তাঁর কাছে । ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতেই একা একা দুর্গম পথে যাত্রা করেছেন তিনি ।

bike ridding
ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে বাইক নিয়ে ভারত ভ্রমণ

By

Published : Jan 24, 2020, 4:35 PM IST

আসানসোল, 24 জানুয়ারি : ভারতীয় সেনাবাহিনীকে শ্রদ্ধা জানাতে দুর্গম পথে যাত্রা করেছেন । একা বাইক নিয়ে প্রায় গোটা দেশ চষে ফেলছেন তিনি । বিপদকে তুচ্ছ করে একা বাইক নিয়ে ভারত ভ্রমণ করে এলেন আসানসোলের মনোজিৎ কর্মকার । ভারতের 23টি রাজ্য, ৪ টি উচ্চতম দুর্গম স্থান নিয়ে মোট ১৭০০০ কিলোমিটার একা বাইক নিয়ে ভ্রমণ করেছেন মনোজিৎ।

আসানসোল পুরোনো স্টেশন সংলগ্ন কালনা রোড । এই এলাকার বাসিন্দা মনোজিৎ । ২০১৬ সাল থেকে বাইক নিয়ে দেশের বিভিন্ন স্থানে যাওয়া শুরু করেন । এখনও পর্যন্ত দেশের পূর্ব, পশ্চিম ,উত্তর ও দক্ষিণ সব মিলিয়ে প্রায় ১৭ হাজার কিলোমিটার বাইক নিয়ে ঘুরে এসেছেন তিনি । সিয়াচেন বেস ক্যাম্প টহল থেকে শুরু করে পৃথিবীর উচ্চতম যান চলাচলের রুট খারদুংলা । পাকিস্তান সীমান্ত থেকে ২.2 কিলোমিটার দূরে বালুচিস্তান । উত্তরে কেদারনাথ, বদ্রিনাথ সহ দক্ষিণ ভারতের প্রায় সমস্ত দর্শনীয় স্থান । কন্যাকুমারী, ভারত-শ্রীলঙ্কা সীমান্ত, রাজস্থানের জয়সলমির কিংবা পূর্ব ও পশ্চিম ভারতের সমস্ত রাজ্য একা বাইক নিয়ে ঘুরেছেন মনোজিৎ।

কার্গিল


মনোজিৎ জানিয়েছেন, ভারতীয় সেনাকে শ্রদ্ধা জানাতে তাঁর এই একা বাইক নিয়ে দেশ ভ্রমণ । পাশে পেয়েছেন অল ইন্ডিয়া হিউম্যান রাইটস কাউন্সিলকে । আগামীদিনে মনোজিতের লক্ষ্য একা বাইক নিয়ে ইন্টারন্যাশনাল ভ্রমণ করা । আগামী দিনে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হতে চান তিনি ।

আসানসোলের যুবকের বাইক নিয়ে ভারত ভ্রমণ


বছর চব্বিশের মনোজিৎ ছোটখাটো ব্যবসা করেন । বাইক রাইড করতে কিংবা ভ্রমণ করতে প্রচুর টাকার দরকার হয় ৷ সে কারণে স্পন্সরশিপের দিকে তাকিয়ে বসে আছেন । মনোজিতের স্ত্রী সোনালী কর্মকার গৃহবধূ । তিনি জানিয়েছেন, স্বামীর এই সাফল্য নিয়ে তিনিও খুব গর্বিত। তবে টেনশন এবং ভয় হয় মাঝেমধ্যে । তবে কোনও ভাবেই স্বামীর এই স্বপ্নপূরণে বাধা হতে চান না তিনি।

ABOUT THE AUTHOR

...view details