আসানসোল, 24 নভেম্বর :জলপাইগুড়িতে তৃণমূল নেতা খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি (CBI Enquiry on TMC Leader Murder) করেছেন শাসকদলেরই স্থানীয় নেতানেত্রীরা ৷ বাংলায় আইনের শাসন ভেঙে পড়েছে বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এমনটাই মনে করছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh on Law and Order) ৷ বুধবার আসানসোলের বার্নপুর বাসস্ট্যান্ডে আয়োজিত একটি চা চক্রে হাজির হয়েছিলেন তিনি ৷ সেখানেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি নিয়ে তোপ দাগেন দিলীপ ৷
আরও পড়ুন :Dilip Ghosh targets TMC : রাজ্য জুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে : দিলীপ ঘোষ
দিলীপের অভিযোগ, রাজ্যের সর্বত্রই রাজনৈতিক খুনের ঘটনা ঘটছে ৷ এমনকী, শাসকদলের নেতা, কর্মীরাও প্রাণ হারাচ্ছেন ৷ এর জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন বিজেপির জাতীয় সহ-সভাপতি ৷ তাঁর মতে, রাজ্যের পুলিশ প্রশাসনের উপর তৃণমূলের নেতা, কর্মীদেরও ভরসা নেই ৷ সেই কারণেই তাঁরা সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হচ্ছেন ৷ আগে যে দাবি বিরোধী বিজেপি করত, এখন সেই দাবিই শোনা যাচ্ছে শাসক শিবিরের গলায় ৷ দিলীপের বক্তব্য, রাজ্যের আইন-শৃঙ্খলা ধীরে ধীরে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Dilip Ghosh on Mamata Banerjee) হাতের বাইরে চলে যাচ্ছে !