আসানসোল, 7 জানুয়ারি :আগামী 22 জানুয়ারি আসানসোল পৌরনিগমের নির্বাচন ৷ এই নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের কী হবে রণকৌশল, তার ব্লু প্রিন্ট তৈরি হল আজ, শুক্রবার (tmc leader malay ghatak conduct a party meeting ahead of asansol municipal corporation election 2022) ।
আসানসোলের বিএনআরে তৃণমূলের দলীয় কার্যালয়ে মন্ত্রী মলয় ঘটকের তত্ত্বাবধানে আসানসোল শহর এলাকার 30 জন প্রার্থীকে নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় । যদিও এই বৈঠকে কী আলোচনা হয়েছে, তা বাইরে কিছুই জানাননি কোনও কাউন্সিলর পদ প্রার্থী বা মন্ত্রী মলয় ঘটক নিজেও ।
তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে বলেন, ‘‘আমাদের মন্ত্রী মলয় ঘটক ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করেছেন, আসানসোলে নতুন যাঁরা কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন, তাঁদের কাছে আমরা সেই কাজ নিয়ে আলোচনা করলাম এবং প্রচারে যাতে উন্নয়নের দিকগুলি উঠে আসে, সে বিষয়ে জানিয়েছি । মন্ত্রীও জানিয়েছেন উন্নয়নের সব দিকের প্রচার মানুষের কাছে নিয়ে যেতে হবে ।"