অমিত শাহর ছবি সোশাল মিডিয়ায় পোস্ট রানিগঞ্জের তৃণমূল নেতার ! - তৃণমূল নেতা
স্থানীয় তৃণমূল নেতা বিনোদ নুনিয়া বলেন, "রানিগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি বাবু রায় দীর্ঘদিন ধরে দলবিরোধী কার্যকলাপ করছেন । বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গেও যোগ রয়েছে ।"
রানিগঞ্জ ,7 নভেম্বর : তৃণমূলের রানিগঞ্জের গ্রামীণ এলাকার প্রাক্তন ব্লক সভাপতি বাবু রায়ের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ উঠল। রাজ্যে অমিত শাহের বিভিন্ন কার্যক্রমের ছবি তিনি সোশাল মিডিয়ায় পোস্ট করেন বলে অভিযোগ। রানিগঞ্জের তৃণমূল নেতা বিনোদ নুনিয়া এই অভিযোগ করেন।
বিনোদ নুনিয়া বলেন, "রানিগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি বাবু রায় দীর্ঘদিন ধরে দলবিরোধী কার্যকলাপ করছেন । বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গেও যোগ রয়েছে । তাই দল ওনাকে ব্লক সভাপতির পদ থেকে সরিয়ে দেয় । এরপর আজ বাবু রায় অমিত শাহের গতকালের বিভিন্ন অনুষ্ঠানের ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেন । এই বিষয় নিয়ে জেলা সভাপতি জিতেন্দ্র তিওয়ারিকে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে ।"
বাবু রায়ের সঙ্গে ফোনে যোগাযোগ করলেও পাওয়া যায়নি ।