পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

AMC Election 2022 : প্রচারের ফাঁকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নাচ তৃণমূল প্রার্থীর - প্রচারের ফাঁকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নাচ তৃণমূল প্রার্থীর

নির্বাচনের প্রচারে বেরিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে নাচ করে খবরের শিরোনামে আসানসোল পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ (AMC Election 2022 )। যা উপভোগ করেন এলাকাবাসীরাও। শুরু হয়েছে সমালোচনা।

AMC Election 2022
প্রচারের ফাঁকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নাচ তৃণমূল প্রার্থীর

By

Published : Feb 2, 2022, 8:06 PM IST

আসানসোল, 2 ফেব্রুয়ারি: এর আগে 'কাঁচাবাদাম' খ্যাত ভুবন বাদ্যকরকে নিয়ে এসে কোভিডবিধি ভেঙে ভোট প্রচার করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এবার প্রচারের ফাঁকে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে নাচ করে শিরোনামে এলেন আসানসোল পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী উৎপল সিংহ (AMC Election 2022 )।

বুধবার বিকেলে 14 নম্বর ওয়ার্ডের কাল্লা এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেখানে শিব-পার্বতীর অনুষ্ঠান উপলক্ষ্যে ধর্মীয় গানের আয়োজন করা হয়। প্রচারের ফাঁকে সেখানে পৌঁছে যান তৃণমূল প্রার্থী উৎপল সিংহ। এরপর স্থানীয় মহিলাদের সঙ্গে তিনি হাত তুলে গলায় ফুলের মালা পরে নাচতে থাকেন। দীর্ঘক্ষণ ধরে তিনি নাচেন। তৃণমূল প্রার্থীর নাচ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন এলাকার বাসিন্দারা।

প্রচারের ফাঁকে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়ে নাচ তৃণমূল প্রার্থীর

আরও পড়ুন: দলীয় ইস্তাহারের পরেও চৈতালীর পৃথক প্রতিশ্রুতিপত্র, কটাক্ষ অভিজিৎ ঘটকের

বিষয়টি নিয়ে তাঁর কাছে জানতে চাইলে উৎপল সিংহ বলেন, "এলাকার মায়েরা আজ আমাকে ঘরের ছেলে হিসেবে গ্রহণ করেছে। সেই কারণেই আমি আনন্দে নাচ করেছি। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। যদিও এই ঘটনার পর কোভিডবিধিভঙ্গের অভিযোগ করেছেন অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা। কোভিড পরিস্থিতিতে তৃণমূল প্রার্থীর এই নাচ নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার কয়েকজন স্থানীয় বাসিন্দারাও। যে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে সমালোচনাও।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details