পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Moloy Ghatak: মন্ত্রী মলয়ের বাড়িতে সিবিআই তল্লাশি, প্রতিবাদে পথে তৃণমূল - কয়লাপাচার

কয়লাপাচার কাণ্ডের (West Bengal Coal Smuggling Scam) তদন্তে রাজ্যের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) বিভিন্ন বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান চলছে ৷ প্রতিবাদে মলয়ের আপকার গার্ডেন (Apcar Garden) এলাকার বাড়ির কাছেই বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা ৷

TMC Agitation near Moloy Ghatak Apcar Garden House of Asansol during CBI Raid
Moloy Ghatak: মন্ত্রী মলয়ের বাড়িতে সিবিআই তল্লাশি, প্রতিবাদে রাস্তায় তৃণমূল

By

Published : Sep 7, 2022, 12:56 PM IST

আসানসোল, 7 সেপ্টেম্বর:কয়লাপাচার কাণ্ডে (West Bengal Coal Smuggling Scam) জড়িত থাকার অভিযোগে রাজ্যের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) বিভিন্ন বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান শুরু হতেই আসরে আসানসোলের (Asansol) স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ আসানসোলে সব মিলিয়ে তিনটি বাসস্থান রয়েছে মলয়ের ৷ বুধবার সকালেই সংশ্লিষ্ট সবক'টি ঠিকানায় পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) প্রতিনিধিরা ৷ এর মধ্য়ে আপকার গার্ডেন (Apcar Garden) এলাকার বাড়িটির খুব কাছেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা ৷

এদিন এই বিক্ষোভের নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সৈয়দ মহম্মদ আফরোজ এবং আইএনটিটিউসি নেতা রাজু আলুওয়ালিয়াকে ৷ তাঁদের বক্তব্য হল, স্রেফ রাজনৈতিক কারণেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে হেনস্থা করা হচ্ছে ৷ দুই তৃণমূল নেতার বক্তব্য, তাঁদের মলয়ের উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ মলয়ের বাড়িতে যতবারই তল্লাশি চালানো হোক না কেন, বেআইনি কিছুই উদ্ধার হবে না, এমন দাবিও করেন ওই দুই তৃণমূল নেতা ৷ তাঁদের মধ্য়ে একজনের প্রশ্ন হল, সিবিআই বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের নেতা, মন্ত্রীদেরই ধরছে কেন ? কেন অমিত শাহ কিংবা রাজনাথ সিংয়ের ছেলেদের ধরা হচ্ছে না ?

সিবিআই তল্লাশির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ ৷

আরও পড়ুন:আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

প্রসঙ্গত, আসানসোলের চেলিডাঙা এবং আপকার গার্ডেনে বাড়ি রয়েছে মলয় ঘটকের ৷ এর মধ্য়ে একটি মলয়ের নিজস্ব বাসভবন এবং অন্যটি তাঁর পৈতৃক ভিটে ৷ এছাড়াও, গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের থাকার জন্য আরও একটি বাড়ির ব্যবস্থা করা হয় ৷ এদিন এই সবক'টি বাড়িতেই তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা ৷ এর মধ্যে আপকার গার্ডেনের বাড়িতে মলয়ের স্ত্রী সুদেষ্ণাও রয়েছেন ৷ তাঁকে সিবিআই-এর মহিলা আধিকারিক প্রাথমিক জিজ্ঞাসাবাদও করেন ৷

পাশাপাশি, এই তল্লাশি চালানোর সময় সেখানে এক চাবিওয়ালাকেও ডেকে পাঠানো হয় ৷ সূত্রের খবর, বাড়ির কয়েকটি আলমারির তালাবন্ধ ছিল ৷ সুদেষ্ণার দাবি ছিল, সেই তালার চাবি কোথায় আছে, তা তাঁর জানা নেই ৷ সেই কারণেই চাবি তৈরি করে তালা খোলানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আর তাই ডাক পড়ে এক চাবিওয়ালার ৷ সিবিআই গোয়েন্দাদের অনুমান, ওই বন্ধ আলমারিতে গুরুত্বপূর্ণ কিছু নথি থাকতে পারে ৷ এসবের মধ্য়েই আপকার গার্ডেনে মলয়ের বাসভবনের অদূরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ তাঁদের মুখে শোনা যায়, 'সিবিআই দূর হঠো' স্লোগান !

ABOUT THE AUTHOR

...view details