পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 7, 2022, 12:56 PM IST

ETV Bharat / city

Moloy Ghatak: মন্ত্রী মলয়ের বাড়িতে সিবিআই তল্লাশি, প্রতিবাদে পথে তৃণমূল

কয়লাপাচার কাণ্ডের (West Bengal Coal Smuggling Scam) তদন্তে রাজ্যের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) বিভিন্ন বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান চলছে ৷ প্রতিবাদে মলয়ের আপকার গার্ডেন (Apcar Garden) এলাকার বাড়ির কাছেই বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা ৷

TMC Agitation near Moloy Ghatak Apcar Garden House of Asansol during CBI Raid
Moloy Ghatak: মন্ত্রী মলয়ের বাড়িতে সিবিআই তল্লাশি, প্রতিবাদে রাস্তায় তৃণমূল

আসানসোল, 7 সেপ্টেম্বর:কয়লাপাচার কাণ্ডে (West Bengal Coal Smuggling Scam) জড়িত থাকার অভিযোগে রাজ্যের আইন মন্ত্রী (West Bengal Law Minister) মলয় ঘটকের (Moloy Ghatak) বিভিন্ন বাড়িতে সিবিআই (CBI)-এর তল্লাশি অভিযান শুরু হতেই আসরে আসানসোলের (Asansol) স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ আসানসোলে সব মিলিয়ে তিনটি বাসস্থান রয়েছে মলয়ের ৷ বুধবার সকালেই সংশ্লিষ্ট সবক'টি ঠিকানায় পৌঁছে যান কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (Central Bureau of Investigation) প্রতিনিধিরা ৷ এর মধ্য়ে আপকার গার্ডেন (Apcar Garden) এলাকার বাড়িটির খুব কাছেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতা ও কর্মীরা ৷

এদিন এই বিক্ষোভের নেতৃত্ব দিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সৈয়দ মহম্মদ আফরোজ এবং আইএনটিটিউসি নেতা রাজু আলুওয়ালিয়াকে ৷ তাঁদের বক্তব্য হল, স্রেফ রাজনৈতিক কারণেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে হেনস্থা করা হচ্ছে ৷ দুই তৃণমূল নেতার বক্তব্য, তাঁদের মলয়ের উপর পূর্ণ আস্থা রয়েছে ৷ মলয়ের বাড়িতে যতবারই তল্লাশি চালানো হোক না কেন, বেআইনি কিছুই উদ্ধার হবে না, এমন দাবিও করেন ওই দুই তৃণমূল নেতা ৷ তাঁদের মধ্য়ে একজনের প্রশ্ন হল, সিবিআই বেছে বেছে শুধুমাত্র তৃণমূলের নেতা, মন্ত্রীদেরই ধরছে কেন ? কেন অমিত শাহ কিংবা রাজনাথ সিংয়ের ছেলেদের ধরা হচ্ছে না ?

সিবিআই তল্লাশির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ ৷

আরও পড়ুন:আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে সিবিআই হানা

প্রসঙ্গত, আসানসোলের চেলিডাঙা এবং আপকার গার্ডেনে বাড়ি রয়েছে মলয় ঘটকের ৷ এর মধ্য়ে একটি মলয়ের নিজস্ব বাসভবন এবং অন্যটি তাঁর পৈতৃক ভিটে ৷ এছাড়াও, গত বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের থাকার জন্য আরও একটি বাড়ির ব্যবস্থা করা হয় ৷ এদিন এই সবক'টি বাড়িতেই তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা ৷ এর মধ্যে আপকার গার্ডেনের বাড়িতে মলয়ের স্ত্রী সুদেষ্ণাও রয়েছেন ৷ তাঁকে সিবিআই-এর মহিলা আধিকারিক প্রাথমিক জিজ্ঞাসাবাদও করেন ৷

পাশাপাশি, এই তল্লাশি চালানোর সময় সেখানে এক চাবিওয়ালাকেও ডেকে পাঠানো হয় ৷ সূত্রের খবর, বাড়ির কয়েকটি আলমারির তালাবন্ধ ছিল ৷ সুদেষ্ণার দাবি ছিল, সেই তালার চাবি কোথায় আছে, তা তাঁর জানা নেই ৷ সেই কারণেই চাবি তৈরি করে তালা খোলানোর সিদ্ধান্ত নেওয়া হয় ৷ আর তাই ডাক পড়ে এক চাবিওয়ালার ৷ সিবিআই গোয়েন্দাদের অনুমান, ওই বন্ধ আলমারিতে গুরুত্বপূর্ণ কিছু নথি থাকতে পারে ৷ এসবের মধ্য়েই আপকার গার্ডেনে মলয়ের বাসভবনের অদূরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷ তাঁদের মুখে শোনা যায়, 'সিবিআই দূর হঠো' স্লোগান !

ABOUT THE AUTHOR

...view details