আসানসোল, 16 জুলাই: কয়লা পাচার কাণ্ডে (Coal Scam Case) ধৃত ইসিএল (ECL)-এর প্রাক্তন জেনারেল ম্য়ানেজার সুভাষ মুখোপাধ্য়ায়কে তিনদিনের জন্য সিবিআই হেফাজতে (Three Days CBI Custody) পাঠানোর নির্দেশ দিল আদালত ৷ শনিবার পশ্চিম বর্ধমানের আসানসোলের সিবিআই আদালতে তাঁকে পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) ৷ সিবিআই-এর তরফে বলা হয়, সুভাষকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে কয়লা পাচার সংক্রান্ত অনেক অজানা তথ্য জানা যাবে ৷ তাতে তদন্তের গতি বাড়বে ৷ কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি মেনে তাই ধৃতের তিনদিনের হেফাজত মঞ্জুর করেন বিচারক ৷
প্রসঙ্গত, আগেই এই ঘটনায় ইসিএল-এর সঙ্গে যুক্ত সাতজনকে গ্রেফতার করেছে সিবিআই (CBI) ৷ ধৃতদের মধ্যে সংস্থার একাধিক প্রাক্তন জেনারেল ম্যানেজার ছিলেন ৷ শুক্রবার সেই তালিকায় আরও একজনের নাম যুক্ত হয় ৷ উল্লেখ্য, শুক্রবারই কলকাতায় সিবিআই-এর দফতর নিজাম প্যালেসে জিজ্ঞাবাদের জন্য তলব করা হয় সুভাষ মুখোপাধ্য়ায়কে ৷ শুরু হয় ম্য়ারাথন জেরা ৷ শেষ পর্যন্ত তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷ তাদের দাবি, একাধিক প্রশ্নের সদুত্তর দিতে পারেননি সুভাষ ৷ তাঁর বক্তব্যে অনেক অসঙ্গতিও পাওয়া গিয়েছে ৷ সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয় ৷