পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

মিড ডে মিলের সামগ্রী নিয়ে পালাল চোরেরা - আসানসোল

একটি স্কুলের মিড ডে মিলের চাল ও অন্যান্য খাদ্য শস্য নিয়ে পালিয়েছে চোরেরা । মিড ডে মিলের বাসন, ছাত্রছাত্রীদের খাওয়ার থালা স্কুলের ইনভার্টার সেট সহ অনান্য মূল্যবান সামগ্রীও নিয়ে পালিয়েছে চোরেরা । ঘটনাটি ঘটেছে আসানসোলের একটি স্কুলে ।

mid-day meal food grains
স্কুলের মূল্যবান সামগ্রী নিয়ে পালাল চোরেরা

By

Published : Nov 6, 2020, 6:26 PM IST

আসানসোল, 6 নভেম্বর : আসানসোল বাজার অঞ্চলে একটি স্কুলের গেট ও জানালা ভেঙে প্রচুর পরিমাণে মিড ডে মিলের খাদ্য শস্য ও মুল্যবান সম্পত্তি নিয়ে পালাল চোরের দল। ঘটনাটি ঘটেছে আসানসোলের শিশুভারতী স্কুলে। স্কুলের প্রাইমারি ও ডে সেকশনে চুরির ঘটনা ঘটেছে।

আজ প্রাইমারি সেকশনের টিচার ইনচার্জ স্কুলে গিয়ে দেখেন, স্কুলের গেট ভাঙা । পাশাপাশি স্কুলের মিড ডে মিলের যেখানে রান্না হয় সেই জানালাও ভাঙা। গোটা অফিস ঘর তছনছ করা হয়েছে। প্রাথমিক ভাবে যা জানা গেছে স্কুলে মজুত ছিল মিড ডে মিলের জন্য আড়াই কুইন্টাল চাল, 43 কেজি ছোলা সহ অন্যান্য খাদ্য শস্যও নিয়ে পালিয়েছে চোরের দল। এছাড়াও মিড ডে মিলের বাসন, ছাত্রছাত্রীদের খাওয়ার থালা সব নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। পাশাপাশি স্কুলের ইনভার্টার সেট সহ অনান্য মূল্যবান সামগ্রীও নিয়ে পালিয়েছে চোরেরা বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে আসে আসানসোল দক্ষিন থানার পুলিশ। আসেন বিদায়ী কাউন্সিলর উমা শরাফ। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে যেভাবে মিড ডে মিলের রান্নাঘরের জানালা ভাঙা হয়েছে, তাতে স্কুলের সমস্ত কিছুই নখদর্পনে চোরের ছিল বলে পুলিশ অনুমান করছে। শিশুভারতী স্কুলের প্রাথমিক বিভাগের টিচার ইন চার্জ পরিতোষ মাজি জানিয়েছেন, লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে পালিয়েছে চোরেরা।

ABOUT THE AUTHOR

...view details