আসানসোল, 9 সেপ্টেম্বর: গৃহকর্তা গেছিলেন বিহারে পরিবারের সঙ্গে দেখা করতে। ফিরে এসে দেখেন, জানালার শিক ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে পালিয়েছে চোর। নগদ টাকা, গয়না সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকায়।
হীরাপুরের ইসমাইল এলাকার বাসিন্দা সুভাষ কুমার। তাঁর "দেশের" বাড়ি বিহারে। হীরাপুরে থাকেন ব্যবসায়িক কারণে৷ ওষুধের সাপ্লাইয়ের ব্যবসা করেন তিনি। গত তিনদিন বিহারে ছিলেন পরিবারের কাছে। আজ ভোর-রাতে বাড়ি ফিরে দেখেন, জানালার লোহার শিক ভাঙা। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখেন, গোটা ঘর তছনছ হয়ে রয়েছে।