পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

গৃহকর্তা "দেশের" বাড়ি, আসানসোলের বাড়ি লোপাট করল চোর - আসানসোলে চুরি

নগদ টাকা, সোনার গয়না সহ লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে হীরাপুর থানার পুলিশ৷

Theft in Asansol
গৃহকর্তার

By

Published : Sep 9, 2020, 6:06 PM IST

আসানসোল, 9 সেপ্টেম্বর: গৃহকর্তা গেছিলেন বিহারে পরিবারের সঙ্গে দেখা করতে। ফিরে এসে দেখেন, জানালার শিক ভেঙে বাড়িতে ঢুকে সর্বস্ব চুরি করে পালিয়েছে চোর। নগদ টাকা, গয়না সহ প্রায় লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে৷ ঘটনাটি ঘটেছে হীরাপুর থানার অন্তর্গত ইসমাইল এলাকায়।

হীরাপুরের ইসমাইল এলাকার বাসিন্দা সুভাষ কুমার। তাঁর "দেশের" বাড়ি বিহারে। হীরাপুরে থাকেন ব্যবসায়িক কারণে৷ ওষুধের সাপ্লাইয়ের ব্যবসা করেন তিনি। গত তিনদিন বিহারে ছিলেন পরিবারের কাছে। আজ ভোর-রাতে বাড়ি ফিরে দেখেন, জানালার লোহার শিক ভাঙা। দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখেন, গোটা ঘর তছনছ হয়ে রয়েছে।

আসানসোলে বাড়ি লোপাট করল চোর৷

বেলা বাড়তেই হীরাপুর থানায় বিষয়টি জানান সুভাষ কুমার। এরপর পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। পুলিশকে সুভাষ কুমার জানান, ব্যবসার জন্য রাখা নগদ টাকা, সোনার গয়না সহ আরও কিছু মুল্যবান জিনিস চুরি হয়েছে৷ সব মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস খোয়া গিয়েছে।

সুভাষ কুমারের কথায়, "দেশের বাড়ি গেছিলাম। বাড়ি ফাঁকা ছিল। সেই সুযোগে চোরের দল সব লুট করে নিয়ে গেছে।"

ABOUT THE AUTHOR

...view details