আসানসোল, 27 জানুয়ারি : থিয়েটার দেখার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে আমাদের । টেলিভিশন থেকে শুরু করে হোয়াটস্অ্যাপ,ফেসবুকের মতো সোশাল মিডিয়া সময় কেড়ে নিচ্ছে আমাদের । আর এখান থেকেই অন্য রকমের ভাবনা। স্রোতের বিরুদ্ধে এক পদক্ষেপ । একেবারে বাড়ির উঠোনে, পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে থিয়েটারকে । থিয়েটারের মাধ্যমে বর্তমান সময়ের কথা তুলে ধরা হচ্ছে। এভাবেই লোকশিক্ষা দিতে থিয়েটারকে নিয়ে যাওয়া হচ্ছে পাড়ায় পাড়ায় । আসানসোলের রেপারটারি থিয়েটারের নতুন উদ্যোগ "পাড়ায় পাড়ায় থিয়েটার"।
বাড়ির উঠোনে পৌঁছে যাচ্ছে থিয়েটার - পাড়ায় পাড়ায় থিয়েটার
একেবারে বাড়ির উঠোনের সামনে নাটক হচ্ছে দেখে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন । নাটক উপভোগ করছেন । অনাড়ম্বরভাবে করা হলেও এই থিয়েটার করার জন্য সামান্য কিছু খরচ হয় । সেই টাকা কী করে তোলা হবে ? স্বপনবাবু জানালেন "থিয়েটারের শেষ একটি অনুদান বাক্স রাখা হয় । সেখানে দর্শকরা নিজেদের ইচ্ছেমত অনুদান দিয়ে যেতে পারেন ।"
এই বছরে বঙ্গ রঙ্গালয়ের দেড়শ বছর । তাই এই বছর থেকেই শুরু করা হয়েছে এই পাড়ায় পাড়ায় থিয়েটার । আসানসোলের নাট্যব্যক্তিত্ব স্বপন বিশ্বাস জানান, "আসানসোল শহরে থিয়েটার করার-জন্য প্রেক্ষাগৃহ মাত্র একটি । সেখানে যা ভাড়া তাতে থিয়েটারের খরচ বেড়ে যাবে । অনেক সময় দূরের বাসিন্দারা যোগাযোগের অভাবে থিয়েটার দেখতে যেতে পান না । তাই থিয়েটারকেই এবারে বাড়ির সামনে নিয়ে আসা হল । সাধারণ সেট তৈরি করে অনাড়ম্বরভাবেই থিয়েটার করা হচ্ছে। " স্বপনবাবু জানান "এই ধরনের থিয়েটার করার জন্য আলাদা করে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে । সহজেই মানুষের কাছে যাতে পৌঁছানো যায় তা মাথায় রাখা হচ্ছে । এভাবে নাটকের জন্য তেমন কোনও লাইট, সাউন্ড কিংবা মঞ্চের প্রয়োজন নেই । ছোটখাটো সেটের মাধ্যমেই নাটকে তুলে ধরা হচ্ছে ।"
একেবারে বাড়ির উঠোনের সামনে নাটক হচ্ছে দেখে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন । নাটক উপভোগ করছেন । অনাড়ম্বরভাবে করা হলেও এই থিয়েটার করার জন্য সামান্য কিছু খরচ হয় । সেই টাকা কী করে তোলা হবে ? স্বপনবাবু জানালেন "থিয়েটারের শেষ একটি অনুদান বাক্স রাখা হয় । সেখানে দর্শকরা নিজেদের ইচ্ছেমত অনুদান দিয়ে যেতে পারেন ।"