পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ধর্মঘটে কোনও প্রভাব নেই আসানসোলে - ধর্মঘটে জনজীবন স্বাভাবিক আসানসোলে

সাধারণ ধর্মঘটে জনজীবন স্বাভাবিক আসানসোলে ।

strick has no effect
জনজীবন স্বাভাবিক

By

Published : Jan 8, 2020, 7:51 AM IST

Updated : Jan 8, 2020, 8:27 AM IST

আসানসোল, 8 জানুয়ারি : বাম ট্রেড ইউনিয়নগুলোর ডাকা সাধারণ ধর্মঘটে এখনও পর্যন্ত কোনও প্রভাব নেই । রাস্তা-ঘাটে মানুষ স্বাভাবিক ভাবে চলাচল করছে । কোনও বন্ধ সমর্থকের দেখা নেই ।

আসানসোলে সকাল থেকে সরকারি, বেসরকারি বাস চলছে। ট্রেন চলাচল স্বাভাবিক। তবে শীতের কারণে রাস্তায় মানুষজন কমই । রাস্তায় মোতায়েন আছে পুলিশ। যদিও বনধ সমর্থকদের দেখা এখনও মেলেনি। পরিস্থিতি স্বাভাবিক।

জনজীবন স্বাভাবিক

দু্র্গাপুরে বেলা করেই দোকানপাট খোলে । শীতের সকাল। তাই এখনও সেভাবে বাজারহাটে ভিড় নেই ।

Last Updated : Jan 8, 2020, 8:27 AM IST

ABOUT THE AUTHOR

...view details