পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ টিঙ্কু - আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ টিঙ্কু

আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ টিঙ্কু ৷ গতকাল আসানসোল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ ৷ আজ তাকে আদালতে তোলা হয় ৷

গ্রেপ্তার মাস্টারমাইন্ড শেখ টিঙ্কু

By

Published : Aug 26, 2019, 12:39 PM IST

Updated : Aug 26, 2019, 2:27 PM IST

আসানসোল, 26 অগাস্ট : আসানসোলের তৃণমূল কাউন্সিলর খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ৷ নাম সরফরাজ শেখ ওরফে টিঙ্কু ৷ গতকাল আসানসোল বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করে কুলটি থানার পুলিশ ৷ আজ তাকে আদালতে তোলা হয় ৷

শনিবার রাতে বাড়ির সামনেই খুন হন আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহম্মদ খালিদ খান ৷ খালিদের ভাই মহম্মদ আরমান খান ঘটনার দিন রাতেই জানিয়েছিলেন এর পিছনে রয়েছে হাত রয়েছে আত্মীয় শেখ টিঙ্কু, শেখ কাদের ও শেখ শাহিদের ৷ এর আগেও একবার তারা খালিদকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল ৷ কিন্তু সে বার বরাত জোরে প্রাণে বেঁচে যান তিনি ৷ এমন কী খালিদের বাবার উপরও হামলা চালিয়েছিল অভিযুক্তরা ৷ অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ ৷ গতকাল শেখ টিঙ্কুকে গ্রেপ্তার করা হয় ৷ টিঙ্কু সম্পর্কে খালিদের মাসতুতো ভাই ৷

ভিডিয়োয় দেখুন...

পুলিশের দাবি, টিঙ্কুই মাস্টারমাইন্ড ৷ তার পরিকল্পানাতেই খুন করা হয় খালিদকে ৷ পুলিশ জানিয়েছে, বাকিদের খোঁজে তল্লাশি চলছে ৷ যদিও টিঙ্কুর দাবি তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷

Last Updated : Aug 26, 2019, 2:27 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details