আসানসোল, 7 এপ্রিল : জামুড়িয়ায় উদ্ধার হওয়া 3টি সকেট বোমা নিষ্ক্রিয় করল সিআইডির বোম্ব ডিসপোজ়াল স্কোয়াড ৷ কয়েকদিন আগে জামুড়িয়ার 60নং জাতীয় সড়ক লাগোয়া কেন্দা গ্রামে যাত্রী প্রতীক্ষালয়ের পিছনে প্লাস্টিকের প্যাকেটে 3টি সকেট বোমা রাখা ছিল ৷ গোপন সূত্রে খবর পেয়ে সেই বোমাগুলি উদ্ধার করে কেন্দা পুলিশ ফাঁড়ির পুলিশ ৷ আজ সিআইডি-র বোম্ব ডিসপোজ়াল স্কোয়াড ওই বোম্বগুলি নিষ্ক্রিয় করেছে ৷
জামুড়িয়ায় উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করল সিআইডি - সিআইডি
জামুড়িয়ায় দু’দিন আগে উদ্ধার হওয়া তিনটি সকেট বোমা নিষ্ক্রিয় করল সিআইডি-র বোম্ব ডিসপোজ়াল স্কোয়াড ৷ 60নং জাতীয় সড়কের উপর একটি যাত্রী প্রতীক্ষালয় থেকে বোমাগুলি উদ্ধার করে কেন্দা থানার পুলিশ ৷
জামুড়িয়ায় উদ্ধার হওয়া সকেট বোমা নিষ্ক্রিয় করল সিআইডি
আরও পড়ুন : সুতি বিধানসভা এলাকায় দু’টি ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার
পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগে জামুড়িয়া থানার পুলিশ জানতে পারে কেন্দায় 60নং জাতীয় সড়কের ধারে যাত্রী প্রতীক্ষালয়ের পিছনে তিনটি সকেট বোমা রাখা রয়েছে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে ৷ আজ জামুড়িয়া থানার পুলিশ, দমকল এবং সিআইডি-র বোম্ব ডিসপোজ়াল স্কোয়াড সকেট বোমাগুলি নিষ্ক্রিয় করেছে ৷