জামুরিয়া, 7 মে : জামুড়িয়ায় বিরকুলটি গ্রামের অজয় নদী থেকে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । বালি ভরাট একাধিক ডাম্পার আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।
অভিযোগ জামুড়িয়ায় বিরকুলটি গ্রামের অজয় নদী থেকে অবৈধভাবে ভাবে বালি তোলা হচ্ছিল ৷ অবৈধ ভাবে বালি তোলার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা । বালি তোলার ডাম্পারের ম্যানেজারের সঙ্গে বচসা চলে গ্রামবাসীদের ৷ সকাল থেকেই চলছে বিক্ষোভ । বিক্ষোভকারীদের অভিযোগ, জামুড়িয়ার অজয় নদী থেকে সরকারি নির্দেশ ছাড়ায় অবৈধভাবে বালি উত্তোলন কাজ চালানো হচ্ছে । নদীতে বড় বড় মেশিন নামিয়ে অবাধে চলছে বালি উত্তোলনের কাজ ৷