পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

অজয় নদী থেকে অবৈধ বালি উত্তোলন, উত্তেজনা জামুড়িয়ায় - tension arise in jamuria

অবৈধ ভাবে বালি তোলার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা । বালি তোলার ডাম্পারের ম্যানেজারের সঙ্গে বচসা চলে গ্রামবাসীদের ৷

অজয় নদী থেকে অবৈধ বালি উত্তোলন
অজয় নদী থেকে অবৈধ বালি উত্তোলন

By

Published : May 7, 2021, 12:51 PM IST

জামুরিয়া, 7 মে : জামুড়িয়ায় বিরকুলটি গ্রামের অজয় নদী থেকে অবৈধভাবে বালি তোলাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় । বালি ভরাট একাধিক ডাম্পার আটকে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা ।

অভিযোগ জামুড়িয়ায় বিরকুলটি গ্রামের অজয় নদী থেকে অবৈধভাবে ভাবে বালি তোলা হচ্ছিল ৷ অবৈধ ভাবে বালি তোলার কাজ বন্ধ করে দেয় গ্রামবাসীরা । বালি তোলার ডাম্পারের ম্যানেজারের সঙ্গে বচসা চলে গ্রামবাসীদের ৷ সকাল থেকেই চলছে বিক্ষোভ । বিক্ষোভকারীদের অভিযোগ, জামুড়িয়ার অজয় নদী থেকে সরকারি নির্দেশ ছাড়ায় অবৈধভাবে বালি উত্তোলন কাজ চালানো হচ্ছে । নদীতে বড় বড় মেশিন নামিয়ে অবাধে চলছে বালি উত্তোলনের কাজ ৷

জামুড়িয়ায় অবৈধ বালি উত্তোলন

আরও পড়ুন : রানীগঞ্জে তৃণমূলের দলীয় পতাকায় আগুন, অভিযুক্ত বিজেপি

নদীতে বড় বড় পাথর দিয়ে রাস্তা তৈরি করে নদীর গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে অভিযোগ । নদী থেকে ওভারলোডিং ডাম্পারে করে বাড়ি নিয়ে যাওয়ার জন্য রাস্তা বেহাল অবস্থায় পরিণত হয়েছে । তাই আজ সকাল থেকে বিক্ষোভ প্রদর্শন চলছে ।

ABOUT THE AUTHOR

...view details