পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Teenage Girl Attempts Suicide: প্রেমিকের আত্মহত্যার খবরে পরিত্যক্ত খাদানে ঝাঁপ প্রেমিকার

প্রণয়ের কারণে পরিবারে চলছিল অশান্তি। পরিবারের কেউ মেনে নিচ্ছিল না প্রেমের সম্পর্ক (Love Story)। আর সেই কারণেই অবসাদ থেকে আত্মঘাতী হয় (Boyfriend Died by Suicide) আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা চাষিপাড়ার বছর আঠারোর সোনু পাশোয়ান। একই পাড়ায় থাকত বছর ষোলোর প্রেমিকা পুনম কুমারী ৷ এই ঘটনা জানাজানি হতেই, জনসমক্ষেই পরিত্যক্ত খাদানে ঝাঁপ দেয়। তারপর থেকে পুনমের কোনও খোঁজ মেলেনি। পুনমের সন্ধানে এনডিআরএফের দলকে তলব করা হয়েছে।

Teenage Girl Attempts Suicide
প্রেমিকের আত্মহত্যার খবরে পরিত্যক্ত খাদানে ঝাঁপ প্রেমিকার

By

Published : Sep 11, 2022, 11:01 PM IST

আসানসোল, 11 সেপ্টেম্বর: প্রেমিক ও প্রেমিকার দুই পরিবার থেকেই সম্পর্ক মেনে নিচ্ছিল না ৷ ফলশ্রুতি হিসেবে আত্মহত্যা করে প্রেমিক ৷ সেই খবর পেয়ে নিজেকে শেষ করে ফেলার সিদ্ধান্ত নিল প্রেমিকাও ৷ রবিবার সকালে জনসমক্ষে বাড়ির সামনেই একটি পরিত্যক্ত খাদানে ঝাঁপ দিল কিশোরী (Teenage Girl Attempts Suicide)৷

আসানসোলের অরুণোদয় স্কুলে দশম শ্রেণিতে পঠনরত পুনম কুমারী ৷ আর ওই স্কুলেরই দ্বাদশ শ্রেণিতে পড়ত সোনু পাশোয়ান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দু'জনে প্রণয়ের সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু দুই পরিবারই এই সম্পর্ককে মেনে নিতে পারেনি। তাঁরা ওই ছাত্রছাত্রীর উপর মানসিকভাবে চাপ সৃষ্টি করছিল বলেও স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন।

সম্ভবত, এই কারণেই গতকাল গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে সোনু কুমার। পরিবারের লোকেরাই মৃতদেহ আসানসোল জেলা হাসপাতালে (Asansol District Hospital)নিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই জনসমক্ষে বাড়ির সামনেই একটি পরিত্যক্ত খাদানে ঝাঁপ দেয় প্রেমিকা পুনম কুমারী। স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা করলেও ওই চানক'টি এত গভীর, যে পুনমের এখনও কোনও হদিশ মেলেনি। ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ (Asansol Police) পৌঁছয় ঘটনাস্থলে । আসে দমকলও। কিন্তু সবাই ব্যর্থ হয় উদ্ধার করতে। শেষ পর্যন্ত আসানসোল উত্তর থানার এনডিআরএফ'কে (National Disaster Response Force) খবর দেওয়া হয়।

ঘটনা জানাজানি হতেই, জনসমক্ষেই পরিত্যক্ত খাদানে ঝাঁপ দেয় প্রেমিকা

আরও পড়ুন:প্রেমিকার দাদাকে খুন করতে ইউটিউব দেখে বোমা তৈরি, ধৃত যুবক

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুনম কুমারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। অনুমান করা হচ্ছে, যতটা গভীর রয়েছে ওই খাদানের চানক, তাতে পুনম কুমারীর বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। স্থানীয় কাউন্সিলর উৎপল সিংহ ওই এলাকায় যান এবং তিনি দুই পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি জানিয়েছেন, আমরা দু'টি পরিবারের পাশে রয়েছি এবং যত তাড়াতাড়ি সম্ভব পুনম কুমারীকে উদ্ধারের চেষ্টা চলছে।

ABOUT THE AUTHOR

...view details