আসানসোল, ২৭ নভেম্বর : ত্রুটিপূর্ণ রেজাল্ট। সেই কারণে কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রছাত্রীরা। আজ বিভিন্ন কলেজের ছাত্র-ছাত্রীরা এসে বিক্ষোভ দেখায়। ভাইস চ্যান্সেলরের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ থাকার কারণে মূল ফটকের গেটের তালা ভাঙার চেষ্টা করা হয় । এমন কি প্রাচীর ডিঙিয়েও তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে চেষ্টা করে।
ভাইস-চ্যান্সেলরের গাড়ি আটকে বিক্ষোভ KNU-তে - ভাইস-চ্যান্সেলরের গাড়ি আটকে বিক্ষোভ
কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ পড়ুয়ারা ৷ এই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিটি কলেজের ছাত্র-ছাত্রীদের ত্রুটিপূর্ণ রেজাল্ট এসেছে। এই অভিযোগে আজ তারা ভাইস-চ্যান্সেলর সাধন চক্রবর্তীর গাড়ি আটকে বিক্ষোভ দেখায় ৷ শেষ পর্যন্ত ভাইস-চ্যান্সেলর সাধন চক্রবর্তী 5 ছাত্রছাত্রী প্রতিনিধির সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ থামে।
কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রতিটি কলেজের ছাত্র-ছাত্রীদের ত্রুটিপূর্ণ রেজাল্ট এসেছে। কাউকে ফেল করিয়ে দেওয়া হয়েছে কেউবা রিভিউ করলেও তার সঠিক রেজাল্ট পায়নি বলে অভিযোগ। এমনকি বারবার পরীক্ষা দিলেও একই রেজাল্ট আসছে বলে অভিযোগ। আর এই অভিযোগে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা আজ কাজি নজরুল বিশ্ববিদ্যালয় সামনে বিক্ষোভ করতে নামে। কোভিড পরিস্থিতির জন্য বিশ্ববিদ্যালয়ের মূল ফটক বন্ধ। আর তাই ছাত্রছাত্রীরা কলেজে ঢোকার চেষ্টা করলে তাদের ঢুকতে দেওয়া হয়নি।
ছাত্রছাত্রীরা এরপর মূল ফটকের তালা ভাঙতে শুরু করে। এরই মাঝে কয়েক জন ছাত্রছাত্রী প্রাচীর টপকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। তাদের বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। বিক্ষোভ চলাকালীন হঠাৎ সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সাধন চক্রবর্তী। এরপর ছাত্রছাত্রীরা তার গাড়ি ঘিরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করে। তাঁকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত ভাইস-চ্যান্সেলর সাধন চক্রবর্তী 5 ছাত্রছাত্রী প্রতিনিধির সঙ্গে আলোচনার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে দ্রুত নির্ভুল রেজাল্ট বের করা হবে।