পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

এবার চিত্তরঞ্জনে কোরোনা আতঙ্ক - কোরোনা

চিত্তরঞ্জনের এক স্বাস্থ্যকর্মীর কোরোনা পজ়িটিভ হওয়ার খবরে আতঙ্ক ছড়াল শহরে । বর্তমানে ওই মহিলা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তাঁর পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখার পাশাপাশি এলাকাকে সিল করে দেওয়া হয়েছে ।

ছবি
ছবি

By

Published : May 27, 2020, 2:40 PM IST

চিত্তরঞ্জন, 27 মে : চিত্তরঞ্জনে রেল হাসপাতালের কর্মীর কোরোনা পজ়িটিভ হওয়ার খবরে আতঙ্ক ছড়াল। আক্রান্ত ওই মহিলা বর্তমানে কলকাতার একটি বেসরাকির হাসপাতালে চিকিৎসাধীন । গতকাল চিত্তরঞ্জনে এই খবর আসতেই ওই রোগীর বাড়ির সদস্যদের কোয়ারানটিনে রাখার পাশপাশি এলাকাকে সিল করে দেওয়া হয়েছে । হাসপাতালটিকেও স্যানিটাইজ় করা হয়েছে ।

চিত্তরঞ্জন রেল হাসপাতালের কর্মী ওই মহিলা । চারদিন আগে তাঁর হৃদযন্ত্রে সমস্যা হয় । তাই তিনি ভরতি হয়েছিলেন কস্তুরবা গান্ধি হাসপাতালে । পরে তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই নমুনা পরীক্ষার পর ধরা পড়ে তিনি কোরোনা পজ়িটিভ । চিত্তরঞ্জন এলাকার তৃণমূল যুবর নেতা মিঠুন মণ্ডল জানান, " গতকাল এই খবর আসতেই রেলশহরে আতঙ্ক ছড়িয়েছে । ওই মহিলার পরিবারের সদস্যদের কোয়ারানটিনে রাখা হয়েছে । এলাকার মানুষজনকে বাড়ি থেকে বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে । পাশপাশি রেল হাসপাতালকেও স্যানিটাইজ় করা হয়েছে ।"

অন্যদিকে, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার জেনেরাল ম্যানেজারের অফিসও স্যানিটাইজ়েশনের জন্য আজ এবং কাল বন্ধ রাখা হচ্ছে । সমস্ত কর্মীকে বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে । যদিও ওই মহিলা চিত্তরঞ্জনে থাকাকালীনই কোরোনা আক্রান্ত হয়েছেন কি না তা নিশ্চিত নয় । কলকাতা যাওয়ার পরেও তিনি আক্রান্ত হতে পারেন । সেই কারণে চিত্তরঞ্জনবাসীকে আতঙ্কিত না হয়ে সুরক্ষিত ও সাবধানে থাকতে বলছেন জনপ্রতিনিধিরা ।

ABOUT THE AUTHOR

...view details