আসানসোল, 15 সেপ্টেম্বর: গরুপাচারের (West Bengal Cattle Smuggling Case) অভিযোগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) যেদিন গ্রেফতার হয়েছিলেন, সেদিনই (11 অগস্ট, 2022) তাঁর দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল সিবিআই (CBI) ৷ এবার সেই দু'টি মোবাইল ফোনেরই ফরেনসিক পরীক্ষা (Forensic Test) করানোর নির্দেশ দেওয়া হল ৷ এর জন্য ফোন দু'টিকে 'সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি' (Central Forensic Science Laboratory) বা সিএফএসএল (CFSL)-এ পাঠানোর নির্দেশ দিয়েছে আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷
বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতকে জানান, "অনুব্রত মণ্ডল যেদিন গ্রেফতার হয়েছিলেন, অর্থাৎ গত 11 অগস্ট দুপুর 3টে 36 মিনিটে তাঁর দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ৷ সেই মোবাইলগুলি আদালতের কাছে জমা দেওয়া হয় গত 17 অগস্ট ৷ এরও পরে গত 18 অগস্ট ফোন দু'টি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে সিবিআই ৷ প্রশ্ন হল, মাঝে এতগুলি দিন কোন অধিকারে এবং কেন অনুব্রতর ফোন দু'টি নিজেদের কাছে রেখেছিলেন সিবিআই গোয়েন্দারা ?" এখানেই অনুব্রতর আইনজীবী আশঙ্কা প্রকাশ করে বলেন, তাঁর মক্কেলের মোবাইলের তথ্য বিকৃত করার চেষ্টা করা হতে পারে ৷