আসানসোল, 5 ডিসেম্বর : দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের আলোর পথ দেখাচ্ছে আসানসোল ব্রেইল অ্যাকাডেমি । আসানসোলের সেনরেলে রোডে অবস্থিত এই স্কুলটি দীর্ঘদিন ধরেই দৃষ্টিহীন ছাত্র-ছাত্রীদের আশ্রয় হয়ে উঠেছে । এই স্কুলে পঠন-পাঠন ছাড়াও সংগীত, শরীরচর্চা নানা রকম খেলা এবং ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্রছাত্রীরা আগামীর পথ খুঁজে পাচ্ছে । স্কুলের এই সদর্থক উদ্যোগ দেখে প্রচুর শুভানুধ্যায়ী মানুষ স্কুলের পাশে এসে দাঁড়িয়েছেন ।
2004 সালে শুরু হয় আসানসোল ব্রেইল একাডেমির পথচলা । তখন মাত্র 4জন আবাসিক ছাত্রকে নিয়ে এই স্কুল শুরু হয়েছিল । বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা পৌঁছেছে প্রায় 40-এ । সকলে স্কুলেই থাকে । ছাত্র-ছাত্রীদের পঠনপাঠন, পরিচর্যা এবং অন্যান্য বিষয়ে পারদর্শী করার জন্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও স্কুলেই থাকেন । ভিন জেলা-শহর থেকে আসা শিক্ষক-শিক্ষিকারা স্বেচ্ছাশ্রম এবং ভালোবেসেই দৃষ্টিহীন পড়য়াদের পাশে আছেন । তাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ।