দুর্গাপুর, 21 মে :উপনির্বাচনের আগে ‘বহিরাগত’ ইস্যুকেই মূল হাতিয়ার করেছিল বিরোধীরা ৷ ভোটের ফলে প্রত্যেককে কার্যত খামোশ করে দিয়েছেন বিহারীবাবু ৷ ভোটের মার্জিনে রেকর্ড গড়ে আসানসোলের সাংসদ হয়েছেন শত্রুঘ্ন সিনহা (TMC MP Shatrughan Sinha) ৷ উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারিয়েছেন 3 লাখ 53 হাজার 149 ভোটে ৷ তারপরেই এবার ‘বহিরাগত’ কটাক্ষের জবাব দিলেন 80-এর দশকের ‘অ্যাংরি ইয়ং ম্যান ’ ৷
বিরোধীদের বহিরাগত তত্ত্ব প্রচারে কাজ হয়নি, হিন্দিভাষীদের বিপুল পরিমাণ ভোট পেয়ে আসানসোলে শেষ হাসি হেসেছেন শত্রুঘ্ন সিনহা ৷ তাঁর দৌলতেই এইবার প্রথম তৃণমূলের দখলে এসেছে এই লোকসভা কেন্দ্রটি ৷ শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‘আসানসোলে আমার অফিস হয়ে গিয়েছে । আমি এখানেই থাকতে এসেছি । পটনা থেকে মুম্বই হয়ে যদি দিল্লিতে যেতে পারি, তাহলে পটনা থেকে আসানসোল আসতে কী অসুবিধা ? আমি এখানেই থাকব, তাই ঘর'ও দেখছি ৷’’