আসানসোল, 14 জুলাই : সাতটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছিল আসানসোল পৌরনিগমে (Asansol Municipal Corporation) । কেন্দ্রের ইউপিএইচসি (Urban Primary Health Center- UPHC) প্রকল্পে এক-একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরিতে খরচ হয়েছিল 72 লক্ষ টাকা করে । অর্থাৎ মোট পাঁচ কোটি টাকা খরচ হয়েছিল এই সাতটি স্বাস্থ্যকেন্দ্র নির্মাণে ৷ গত ডিসেম্বর মাসে সেগুলি নির্মাণের কাজ শেষ হয় ৷ শোনা যায়, জানুয়ারিতেই চালু হবে ৷ কিন্তু জুলাই মাসের সেগুলি চালু হওয়ার কোনও নামগন্ধ নেই ৷ কোভিড পরিস্থিতিতে তৈরি হওয়া স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে পড়ে থাকায় পৌরনিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) ।
চলছে করোনা পরিস্থিতি । সেফহোম তৈরির উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর । এই পরিস্থিতিতেই এই সাতটি নতুন স্বাস্থ্যকেন্দ্র অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি । তাঁর আমলেই তৈরি হয়েছিল স্বাস্থ্যকেন্দ্রগুলি । জিতেন্দ্র জানিয়েছেন, গত ডিসেম্বর মাসে স্বাস্থ্যকেন্দ্রগুলি নির্মাণ হয়েছে । কিন্তু একটিও স্বাস্থ্যকেন্দ্র এখনও চালু হয়নি । তার উপর কোনও কোনও স্বাস্থ্যকেন্দ্রকে পৌরনিগমের অন্যান্য অফিসে পরিণত করার চেষ্টা চলছে । তাঁর প্রশ্ন, বর্তমানে এই কঠিন অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রগুলি ভীষণভাবে কাজে আসত । কিন্তু তারপরও কেন পৌরনিগম থেকে স্বাস্থ্যকেন্দ্র চালু করার উদ্যোগ নেওয়া হল না ? করোনা পরিস্থিতিতে যেখানে স্কুল, কমিউনিটি সেন্টারগুলিকে কাজে লাগাচ্ছে স্বাস্থ্য দফতর, সেখানে এই স্বাস্থ্যকেন্দ্রগুলি বন্ধ অবস্থায় পড়ে থাকায় স্বাভাবিক ভাবেই বিতর্ক তৈরি হচ্ছে ৷