পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Asansol Suicide: সহকর্মীর বন্দুকের গুলিতে আত্মহত্যা কারখানার নিরাপত্তারক্ষীর - নিরাপত্তারক্ষীর আত্মহত্যা

সহকর্মীর বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষী । এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের (Asansol Suicide) সালানপুর থানার দেন্দুয়া অঞ্চলে ৷ মৃতের নাম আনন্দ আরিন্দা (35)। তাঁর বাড়ি হীরাপুর থানা এলাকায় (Security guard Shoots self)।

Security guard Shoots self using Colleagues gun at Asansol
সহকর্মীর বন্দুকের গুলিতে আত্মহত্যা কারখানার নিরাপত্তারক্ষীর

By

Published : Sep 23, 2022, 1:41 PM IST

সালানপুর, 23 সেপ্টেম্বর: সহকর্মীর বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন একটি বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষী (Asansol Suicide)। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া অঞ্চলে ৷ মৃতের নাম আনন্দ আরিন্দা (35)। তাঁর বাড়ি হীরাপুর থানা এলাকায় (Security guard Shoots self)।

জানা গিয়েছে, সালানপুরের দেন্দুয়া এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানায় নিরাপত্তারক্ষীর চাকরি করতেন আনন্দ আরিন্দা । ওই কারখানাতেই বন্দুকবাজ হিসেবে কর্মরত আশিস দাস । শুক্রবার সকালে তিনি কারখানার বাইরে চা খেতে বের হন । সেই সময় তাঁর নিজের বন্দুকটি নিরাপত্তারক্ষী আনন্দ আরিন্দার কাছে রেখে গিয়েছিলেন ।

তার কিছু পরেই কারখানার শ্রমিকরা হঠাৎ একটি গুলি চালানোর শব্দ পান । এরপরই সবাই দেখেন আনন্দ আরিন্দা পড়ে আছেন রক্তাক্ত অবস্থায় । তাঁর পাশে পড়ে রয়েছে আশিসের বন্দুক । পুলিশে খবর দেওয়া হয় । আনন্দর বুকে গুলি লেগেছিল । খবর পেয়ে আসে সালানপুর থানা এবং কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ । যদিও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনন্দ আরিন্দার । তাঁর মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।

সহকর্মীর বন্দুকের গুলিতে আত্মহত্যা কারখানার নিরাপত্তারক্ষীর

আরও পড়ুন:পঞ্জাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উদ্ধার ছাত্রের মৃতদেহ, মিলল সুইসাইড নোট

পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এটি একটি আত্মহত্যার ঘটনা । কী কারণে এই ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ । অন্যদিকে, এই ঘটনার পর আশিস দাস ভয়ে গা ঢাকা দিয়েছেন । তাঁর সন্ধানে খোঁজ করছে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই পুরো ঘটনা পরিষ্কার জানা যাবে । পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে ।

ABOUT THE AUTHOR

...view details