আসানসোল, 12 এপ্রিল: এবার আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে পথচলতি অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা গাড়িগুলোকে স্যানিটাইজ করার উদ্যোগ নেওয়া হল। মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করলেন। এই কাজের জন্য বিশেষ দলকে রাস্তায় নামানো হয়েছে।
আসানসোলে এক চিকিৎসকের মৃত্যুর পর গোটা এলাকাতেই কার্যত কোরোনার আতঙ্ক ছড়িয়েছে । একদিকে যেমন পুলিশ, প্রশাসনের পক্ষ থেকে গোটা শহরকে সিল করে দেওয়া হয়েছে, তেমনি তার পাশাপাশি এবার পৌরনিগমের পক্ষ থেকে জরুরি প্রয়োজনের ভিত্তিতে যে সমস্ত গাড়ি চলে সেই গাড়িগুলো জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তায় যখনই এই গাড়িগুলোকে দেখা যাবে তখনই তাদের স্যানিটাইজ করা হবে। এই কাজের জন্য একটি দল করা হয়েছে। তারা এই কাজই সবসময় করবে। আজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করেন।
জরুরি পরিষেবা দানকারী গাড়িকে বারবার স্যানিটাইজ আসানসোলে - sanitization
পৌরনিগমের পক্ষ থেকে জরুরি প্রয়োজনের ভিত্তিতে যে সমস্ত গাড়ি চলে সেই গাড়িগুলো জীবাণুমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তায় যখনই এই গাড়িগুলোকে দেখা যাবে তখনই তাদের স্যানিটাইজ করা হবে। এই কাজের জন্য একটি দল করা হয়েছে। তারা এই কাজই সবসময় করবে। আজ আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করেন।
জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন "জরুরিভিত্তিতে যে গাড়িগুলো আমাদের পরিষেবা দেয়, সেই গাড়ি গুলিকে বারবার স্যানিটাইজ করা প্রয়োজন। আর তাই এই উদ্যোগ। তবে যেহেতু এই প্রক্রিয়া দীর্ঘকালীন সময় ধরে চলবে, তাই আরও বেশ কিছু আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসার পরিকল্পনা করছে আসানসোল পৌরনিগম।"
আসানসোল পৌরনিগমে লাগানো হবে স্যানিটাইজা়র স্প্রে । পৌরনিগমে প্রবেশের সময় পুরকর্মীদের জামাকাপড়, অন্যান্য দ্রব্য যা়তে স্যানিটাইজ হয়ে যায়। সেজন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে।