পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

দুস্থ মহিলাদের স্যানিটারি ন্যাপকিন বিলি বার্নপুরে - স্যানিটারি ন্যাপকিন বিলি বার্নপুরে

একটি স্বেচ্ছাসেবী সংগঠন আজ বার্নপুরের বিভিন্ন এলাকার 300 জন দুস্থ মহিলাকে স্যানিটারি ন্যাপকিন বিলি করল।

Sanitary napkins distributed in Burnpur
বার্নপুরে

By

Published : Apr 22, 2020, 6:32 PM IST

আসানসোল, 22 এপ্রিল: কোরোনা সংক্রমণ প্রতিরোধে চলছে লকডাউন। যে লকডাউনের কারণে শ্রমিক শ্রেণির মানুষের উপার্জন বন্ধ হয়ে গিয়েছে। তাঁদের খাদ্য সংকট মেটাতে রাজ্য সরকার সহ বহু স্বেচ্ছাসেবী সংগঠন এগিয়ে আসছে। এবার বার্নপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন দুস্থ মহিলাদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করল। আজ বার্নপুরের পুরোনো হাট, চাষা মাঠ, রামবাঁধ, ক্যান্টিন পাড়া সহ বিভিন্ন এলাকার দুস্থ মহিলাদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।

বার্নপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণী সদস্যদের বক্তব্য, গরিব মানুষগুলো কাজ হারিয়ে আরও অসহায় হয়ে পড়েছেন। সকাল হোক বা রাত যেখানেই ত্রাণ দেওয়ার খবর পাচ্ছেন ছুটে যাচ্ছেন। বর্তমান অবস্থায় নিজেদের শরীরের প্রতি খেয়ালও রাখতে পারছেন না। সেই কথা মাথায় রেখেই বার্নপুরের বেশ কয়েকটি এলাকাকে চিহ্নিত করে দুস্থ পরিবারের 300 জন মহিলাকে স্যানিটারি ন্যাপকিন প্রদান করলেন তারা।

বার্নপুরে চলছে স্যানিটারি ন্যাপকিন বিলির কাজ।

সংগঠনের সদস্যা প্রিয়া চট্টোপাধ্যায়, শ্রেয়া পাল, রূপা মিত্ররা জানান, লকডাউনে যাঁরা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন, তাঁরা স্যানিটারি ন্যাপকিন কিনবেন কী করে। এদিকে হাইজিনিক ন্যাপকিন ব্যবহার না করলে অন্য সংক্রমণের আশঙ্কা থেকে যায়। সেই কারণেই মহিলাদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিলি করলাম আমরা।

এর আগে বার্নপুরের এই সংগঠনের সদস্যরা নিজেরাই মাস্ক তৈরি করে দুস্থদের মধ্যে বিলি করেছিলেন। আগামী দিনে নিম্নবিত্ত পরিবারের শিশুদের পুষ্টির কথা মাথায় রেখে দুধের প্যাকেট বিলির উদ্যোগ নেওয়া হবে বলে জানান সংগঠনের সদস্যারা।

ABOUT THE AUTHOR

...view details