আসানসোল, 1 সেপ্টেম্বর:গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) আসানসোল আদালতে তোলা হলেও আজ তাঁর মামলার শুনানি হল না । আসানসোল (Asansol news) আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে শোক প্রস্তাব নেওয়া হয়েছে । সেজন্য আইনজীবীরা আজ কর্মবিরতি পালন করছেন । সেই কারণে সায়গল হোসেনের মামলার আজ শুনানি হয়নি । সিবিআই আদালতের বিচারক সায়গল হোসেনকে 14 দিনের জন্য পুনরায় জেল হেফাজতে পাঠান (Jail custody)। আগামী 15 সেপ্টেম্বর ফের তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হবে (CBI)।
একদিকে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ ৷ ঠিক এই সময়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে শুনানিতে হাজিরার জন্য আজ আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয় । 14 দিন জেল হেফাজতে থাকার পর আজ সায়গল হোসেনের মামলার শুনানির দিন ছিল । কিন্তু আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে আজ শোক প্রস্তাব এনে কর্মবিরতি পালন করছেন অন্যান্য আইনজীবীরা । আর তাই কোনও সওয়াল জবাবে অংশ নেননি আইনজীবীরা ।