পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আসানসোলে RSS কার্যালয়ে মোহন ভাগবত

আসানসোলে এলেন RSS প্রধান মোহন ভাগবত ৷ সেখানে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি ।

MohanBhagwat
মোহন ভগবত

By

Published : Feb 24, 2020, 7:40 PM IST

আসানসোল, 24 ফেব্রুয়ারি : দেওঘর থেকে মুম্বই যাওয়ার পথে আসানসোলে থামলেন RSS প্রধান মোহন ভাগবত । আজ দুপুর দুটো নাগাদ আসানসোলের দক্ষিণ ধাদকা অঞ্চলের RSS কার্যালয়ে আসেন তিনি ৷ সেখানে দু'ঘণ্টার বেশি সময় ধরে কার্যকর্তাদের সঙ্গে বৈঠক করেন । সেখানে বিশ্রামও নেন তিনি ।

যদিও আজ সাংবাদিকদের মুখোমুখি হতে চাননি মোহন ভাগবত । প্রায় দু'ঘণ্টা পর RSS কার্যালয় থেকে বেরিয়ে যান তিনি । কার্যকর্তাদের সঙ্গে কী নিয়ে আজ আলোচনা হয়েছে, তা নিয়ে কেউ মুখ খোলেনি। অনেকেরই অনুমান, সামনেই পৌরভোট । তাতে RSS কার্যকর্তাদের ভূমিকা কী হবে, তা নিয়ে নির্দেশ দিতে পারেন তিনি ।

আসানসোলে RSS কার্যালয়ে মোহন ভাগবত

আজ মোহন ভাগবতের আসার খবর আসতেই সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় । মোতায়েন করা হয় পুলিশ । বিকেলে মুম্বই যাওয়ার বিমান ধরার জন্য অণ্ডাল বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details