ফরিদপুর, 17 অগাস্ট: রাষ্ট্রায়ত্ত ASP কারখানার বিলগ্নিকরণ রুখতে দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ করল শ্রমিক সংগঠনগুলির যৌথমঞ্চ ৷ প্রায় 45 মিনিট দু'নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে ৷ জাতীয় সড়কেই মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় । অবরোধ তুলতে বললে পুলিশের সঙ্গে বচসা বাধে যৌথমঞ্চের সদস্যদের ।
ASP-র বিলগ্নিকরণ রুখতে দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ যৌথমঞ্চের
কেন্দ্রে প্রথম মোদি সরকারের সময়েই দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ত ASP(আ্যলয় স্টিল প্ল্যান্ট)-এর কৌশলগত বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু তখন থেকেই কোনও সংস্থা এই কারখানা অধিগ্রহণের জন্য আগ্রহ দেখায়নি ৷ সেই কারণে কারখানা বিলগ্নিকরণ করা যায়নি । কেন্দ্রে দ্বিতীয়বার মোদি সরকারের সময়কালে প্রথম নীতি আয়োগ কমিটির বৈঠকে দুর্গাপুরের ASP সহ দেশের তিনটি রাষ্ট্রায়াত্ত লৌহ ও ইস্পাত কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় । কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের এই সিদ্ধান্তের পরেই দুর্গাপুরে সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করে ।
কেন্দ্রে প্রথম মোদি সরকারের সময়েই দুর্গাপুরের ASP(আ্যলয় স্টিল প্ল্যান্ট)-এর কৌশলগত বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু তখন থেকেই কোনও সংস্থা এই কারখানা অধিগ্রহণে আগ্রহ দেখায়নি ৷ সেই কারণে বিলগ্নিকরণ হয়নি । কেন্দ্রে দ্বিতীয় মোদি সরকারের আমলে প্রথম নীতি আয়োগ কমিটির বৈঠকে দুর্গাপুরের ASP সহ দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত লৌহ ও ইস্পাত কারখানা বিলগ্নিকরণের প্রস্তাব দেওয়া হয় । এ নিয়ে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের সিদ্ধান্তের পরেই তার বিরোধিতায় দুর্গাপুরে সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করে । ASP-কে বিলগ্নিকরণ করতে দেওয়া হবে না এই মর্মে রাজ্যের শাসকদলের শ্রমিকসংগঠন INTTUCএককভাবে আন্দোলন করে ৷ বাকি CITU, INTUC সহ বামপন্থী শ্রমিক সংগঠন সহ HMS যৌথমঞ্চ গঠন করে । যৌথমঞ্চের ডাকে ASP বাঁচাও কর্মসূচিতে আজ মিছিলের ডাক দেওয়া হয় । এরপর আন্দোলনকারীরা দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ।
অবরোধে আটকে পড়ে বহু গাড়ি । ঘটনাস্থানে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) শ্বাশ্বতী শ্বেতা সামন্তর নেতৃত্বে পুলিশ আসে । নামানো হয় কমব্যাট ফোর্সও ৷ অবরোধ তুলে নিতে অনুরোধ জানায় পুলিশ । দু'পক্ষের বচসা হয় । পরে অবরোধ তুলে নেয় যৌথমঞ্চ । যৌথমঞ্চের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘটক জানান,"মানুষকে সাথে নিয়ে আমরা ASP-কে বাঁচানোর লড়াই চালাচ্ছি । রাস্তা অবরোধের জেরে হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু কারখানার শ্রমিক ও তাদের পরিবারের কথা ভেবে সবাই সাহায্য করবে আশা রাখি ।"