পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবি, কুলটিতে অবরোধ তৃণমূলের - আসানসোল

গত রবিবার মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় নীরজ সাউ নামে এক যুবকের। একই ঘটনায় নীরজের ভাই সোনু সাউ গুরুতর আহত হয়। মৃতের পরিবারকে কোনও রকম আর্থিক সাহায্য দেওয়া হয়নি। আহতের চিকিতসার ব্যবস্থা করা হয়নি। তারই প্রতিবাদে এদিন আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সাতাইশা মোড়ে জিটি রোড অবরোধ করে তৃণমূল কংগ্রেস।

Road block by tmc at kulti
পথ দুর্ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে কুলটিতে তৃণমূলের অবরোধ

By

Published : Dec 22, 2020, 3:07 PM IST

আসানসোল, 22 ডিসেম্বর : পথ দুর্ঘটনা হয়েছিল রবিবার। আর মঙ্গলবার ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে পথ অবরোধের ঘটনা ঘটল। অবরোধ করল তৃণমূল কংগ্রেস। আর তার জেরে নাকাল হতে হল বহু মানুষকে। এদিন ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটিতে।

গত রবিবার মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় নীরজ সাউ নামে এক যুবকের। একই ঘটনায় নীরজের ভাই সোনু সাউ গুরুতর আহত হয়। মৃতের পরিবারকে কোনও রকম আর্থিক সাহায্য দেওয়া হয়নি। আহতের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি।

তারই প্রতিবাদে এদিন আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত সাতাইশা মোড়ে জিটি রোড অবরোধ করে তৃণমূল কংগ্রেস। বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই অবরোধ হয়। এছাড়া এলাকার অনেক বাসিন্দাও শামিল হয়েছিলেন। অবরোধকারীদের বক্তব্য, ঘটনার পর দুই দিন কেটে গিয়েছে। চাঁদা তুলে আহত যুবকের চিকিৎসা চলছে। কোনও সাহায্য মেলেনি।

আরও পড়ুন:দিন-দুপুরে গুলি, মৃত এক মধ্যমগ্রামে

দীর্ঘক্ষণ অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে। তার পর শুরু হয় যান চলাচল। তার আগে অবশ্য নাকাল হতে হয় সাধারণ মানুষকে।

ABOUT THE AUTHOR

...view details