আসানসোল, 2 জুলাই: দু'বছর কোভিডের কারণে রথযাত্রা সেভাবে অনুষ্ঠিত হয়নি । কিন্তু এবার মানুষের ঢল নামল সিয়ারসোল রাজবাড়ীর শতাব্দী প্রাচীন রথযাত্রায়(Searshol Rajbari Rath Yatra)। এই রথ ব্যতিক্রমী । কারণ এখানে জগন্নাথ দেবের পরিবর্তে অধিষ্ঠান করেন সিয়ারসোল রাজ পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউ । এই রথযাত্রা উপলক্ষে মেলা বসে । এই রথ মেলা এবছর 12 জুলাই পর্যন্ত চলবে ।
রাজবাড়ি সূত্রে জানা গিয়েছে, 1877 খ্রিষ্টাব্দে সিয়ারসোলে রথের প্রচলন করেন রাজপরিবারের হরসুন্দরী দেবী ও বিশ্বেশ্বর মালিয়া । প্রথমে কাঠের রথ ছিল । অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছিল সেই রথ । পরবর্তীকালে রাজ পরিবার নয় চূড়া বিশিষ্ট ত্রিশ ফুট উচ্চতার পিতলের রথ নির্মাণ করে । তখন থেকে এই রথযাত্রা অনুষ্ঠিত হয়ে আসছে ।
জগন্নাথ দেবের পরিবর্তে অধিষ্ঠান করেন সিয়ারসোল রাজ পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউ রথযাত্রা উপলক্ষে এই উৎসব শুরু হয় 1923 খ্রিস্টাব্দ থেকে । তখন থেকেই রাজ পরিবারের পাশাপাশি সাধারণ মানুষজনও এই রথযাত্রা উৎসবে অংশ নেয় । রথের দিন রথটিকে সিয়ারসোলের নতুন রাজবাড়ী থেকে পুরনো রাজবাড়িতে নিয়ে যাওয়া হয় । আবার উল্টো রথে, পুরনো রাজবাড়ি থেকে নতুন রাজবাড়ীতে নিয়ে আসা হয় ।
আরও পড়ুন:স্বামী-স্ত্রী পরস্পরের পা-ধুইয়ে মেতে ওঠেন রথযাত্রায়
রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে সিয়ারসোলে । দুবছর পরে সেই মেলা বসেছে । তাই বহু মানুষের ঢল নামে শুক্রবার । কয়েক হাজার মানুষ রথের দড়ি ধরে টানলেন । পাশাপাশি রথের মেলাতেও ভিড় জমেছিল । তবে বিকেলের বৃষ্টি মানুষের আনন্দে কিছুটা ভাঁটা ফেলেছে । তবে 12 তারিখ পর্যন্ত চলবে মেলা, তাই স্থানীয় মানুষজন এখন রোজই আনন্দে মাততে পারবেন (Rath Yatra celebration of Searshol Rajbari in Asansol)।